সোশ্যাল মিডিয়ার বন্ধুর সঙ্গে কালীপুজোর ঠাকুর দেখতে বেরিয়ে গণধর্ষণের শিকার এক তরুণী। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে নরেন্দ্রপুর থানা সূত্রে।
নির্যাতিতার দাবি, মাস কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে বন্ধুত্বের ঘনিষ্ঠতা বাড়ে। ঠিক হয় কালীপুজোর দিন একসঙ্গে ঠাকুর দেখতে বেরোবেন তাঁরা। সেই মতো শুক্রবার গড়িয়া স্টেশনে দেখা করেন ২ জনে। সেখান থেকে কয়েকটি ঠাকুর দেখার পর যুবক তাঁকে এক বন্ধুর বাড়িতে যাওয়ার প্রস্তাব দেন। তরুণীর দাবি, বন্ধুর বাড়িতে তাঁকে ঠান্ডা পানীয় খেতে দেওয়া হয়। পানীয়ের সঙ্গে মেশানো ছিল মাদক। পানীয় খাওয়ার কিছুক্ষণের মধ্যে অচেতন হয়ে পড়েন তিনি। তরুণী জানিয়েছেন, এর পর যুবক ও তাঁর বন্ধু মিলে দফায় দফায় তাঁকে ধর্ষণ করেন। বেশ কিছুক্ষণ পর সংজ্ঞা ফিরলে বিষয়টি বুঝতে পারেন তিনি। এর পর বাড়িতে যোগাযোগ করেন। বাড়ির লোকেরা তরুণীকে হাসপাতালে নিয়ে যান। শনিবার হাসপাতাল থেকে ছুটি পান তরুণী। এর পর রবিবার নরেন্দ্রপুর থানায় গিয়ে ২ যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
তরুণী জানিয়েছেন, আমি ওকে ভালো বন্ধ বলে মনে করেছিলাম। তাই ঠাকুর দেখতে বেরনোর প্রস্তাবে রাজি হই। কিন্তু আমার সঙ্গে ও এরকম করবে বুঝতে পারিনি। অভিযোগ পেয়েই অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের ধারায় মামলা রুজু হয়েছে। তরুণীর মেডিক্যাল পরীক্ষা হয়েছে।