অন্নপূর্ণা যোজনার টাকা পেতে গেলে পূরণ করতে হবে ভারতীয় জনতা পার্টির ফর্ম। রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের এই মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। সোমবার কাটোয়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে বক্তব্য রাখার সময় একথা বলেন সুকান্তবাবু। তবে বিজেপির দাবি, সুকান্তবাবুর বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে।
এদিনের সভায় সুকান্তবাবু বলেন, ‘বিজেপি করি বলে সুকান্ত মজুমদারের সভায় এলাম, ভাষণ শুনলাম, গল্প করলাম আর বাড়ি গেলাম, এটা করলে চলবে না। আমাদের প্রত্যেককে ১০০ জন করে সদস্য সংগ্রহ করতে হবে। তবে গিয়ে বাংলা আবার তার পুরনো গৌরব ফিরে পাবে। মহিলারা নিরাপত্তা পাবেন। তাই মহিলাদের গিয়ে বোঝান, অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পেতে হলে বিজেপির ফর্ম ফিল আপ করুন।’
বিরোধীদের প্রশ্ন, কী করে শুধুমাত্র শাসকদলের সদস্য হলেই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলে ঘোষণা করতে পারেন একজন কেন্দ্রীয় মন্ত্রী। তার মানে যারা বিজেপির সদস্য হবেন না তারা প্রকল্পের সুবিধা পাবেন না? এটা কি ভারতীয় সংবিধান অনুসারে সম্ভব?
পালটা বিজেপির দাবি, সুকান্তবাবু কখনও বলেননি বিজেপির সদস্য হলে তবেই প্রকল্পের সুবিধা মিলবে। উনি বলেছেন, বিজেপির সদস্যপদ নিয়ে দলকে ক্ষমতায় আনতে হবে। তখন মহিলারা ৩০০০ টাকা করে পাবেন। বলে রাখি, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পালটা অন্নপূর্ণা যোজনা ঘোষণা করে বিজেপি। এই প্রকল্প অনুসারে প্রত্যেক মহিলা মাসে ৩০০০ টাকা করে পাবেন।