কলকাতা বিমানবন্দরে বিমান চলাচলের ক্ষেত্রে একটি বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে পাখি। সম্প্রতি বিমানে পাখির ধাক্কার ঘটনা বেড়ে চলেছে, যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বিমানবন্দর কর্তৃপক্ষ। এই অবস্থায় বিমানবন্দরের আশেপাশের চত্বর আবর্জনা মুক্ত করার জন্য সংশ্লিষ্ট পুরসভাগুলিকে ব্যবস্থা নিতে বলেছে এয়ারফিল্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট কমিটি (এইএমসি)। শনিবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীর সভাপতিত্বে একটি বৈঠক হয়। সেই বৈঠকে পুরসভাগুলিতে এবিষয়ে গুরুত্ব দিতে বলেছেন তিনি।
আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে আজ ১১টি বিমানের জরুরি অবতরণ, আবার কী ঘটল সেখানে?
নন্দিনী চক্রবর্তী নিজেও এইএমসি-এর চেয়ারপার্সন। এই বৈঠকের আহ্বান জানিয়েছিলেন কলকাতা বিমানবন্দরের ডিরেক্টর ডাঃ প্রভাত রঞ্জন বেউরিয়া। তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর পর্যন্ত কলকাতা বিমানবন্দরে পাখির ধাক্কার ঘটনা ঘটেছে ১৮ টি। এটি বেশ উদ্বেগজনক। বিমানবন্দরের আশেপাশে মূলত পাঁচটি পুরসভা এলাকা রয়েছে। এগুলি হল - দমদম পুরসভা, উত্তর দমদম পুরসভা, নিউ ব্যারাকপুর পুরসভা, বিধাননগর পুরসভা এবং মধ্যমগ্রাম পুরসভা। সেই সমস্ত পুরসভাগুলিকে এর জন্য নিয়মিত আবর্জনা পরিষ্কার করতে বলা হয়েছে। তিনি জানান, মূলত ময়লা-আবর্জনা, খোলা ড্রেন, মাংসের দোকান, মাছের স্টল এবং বর্জ্য খাবার পাখিদের আকর্ষণের প্রধান উৎস। চেয়ারপার্সন পরামর্শ দিয়েছেন, এবিষয়ে পুরসভাকে তৎপর হতে হবে এবং বিমানবন্দরের কাছাকাছি বাসিন্দাদের মধ্যে সচেতনতা তৈরি করতে বলা হয়েছে।
এদিনের বৈঠকে বিমানবন্দর সম্পর্কিত পরিবেশগত বিষয়গুলির উপর আলোচনা করা হয়েছিল। যেমন বিমানবন্দরের আশেপাশের এলাকার আবর্জনা সরিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, ড্রেন পরিষ্কার করা, বিমানবন্দর এলাকায় পাখিদের আনাগোনা কমানোর জন্য গাছ ছাঁটাই করা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে আবর্জনা পরিষ্কার নিয়ে মধ্যমগ্রাম পুরসভার তৎপরতার প্রশংসা করেন স্বরাষ্ট্র সচিব। ওই পুরসভায় বিমানবন্দর সংলগ্ন এলাকা পরিষ্কার থাকার ফলে পাখির সংখ্যা কমেছে। তাই একইভাবে বাকি পুরসভাগুলিকেও তিনি মধ্যমগ্রাম পুরসভার মতোই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বলেছেন।
এছাড়াও, এদিনের বৈঠকে লেজার লাইটের বিষয়টিও উঠে আসে। বৈঠকে বলা হয়েছে, এই ধরনের লাইট ব্যবহারের ক্ষেত্রে পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা নেবে। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এখনও পর্যন্ত বিমানবন্দরে ৪৫০ টিরও বেশি পাখির ধাক্কার ঘটনা ঘটেছে।