নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হলে সন্দীপ ঘোষদের কেশাগ্র কেউ স্পর্শ করত না। আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠনের দিন এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন শুভেন্দুবাবু। তাঁর দাবি, এদের শাস্তি দেওয়া ‘সেকু মাকু’দের কম্মো নয়।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘আমি বিরোধী দলনেতা ও একজন বিধায়ক হিসাবে আরজি কর কাণ্ডের সিবিআই তদন্ত চেয়ে প্রথম আদালতে গেছি। আজ সিবিআই না হলে আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না থাকলে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারত না। মাকু সেকুদের সেসব দম নেই। তারা কোথাও এগুলো করতে পারেনি।’
শুভেন্দুবাবু বলেন, ‘সিবিআই ছিল বলে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল জেলে। কলকাতা পুলিশ তদন্ত করলে শুরু আর শেষ সঞ্জয় রায় হত। মমতা পুলিশ যতগুলো মামলা করেছে কোনওটার তদন্ত শেষ করতে পারেনি। কাউকে সাজা দিতে পারেনি। নরেন্দ্র মোদী আছেন বলে সিবিআই এই ধরণের নিরপেক্ষ তদন্ত চালাচ্ছে। কোনও রাজনৈতিক হস্তক্ষেপ নেই। নন্দীগ্রাম আন্দোলনের সময় কী ভাবে কেন্দ্রের কংগ্রেস সরকার সিবিআই তদন্তকে ম্যানেজ করে দিয়েছিল। যাতে সিপিএম বিপদে না পড়ে। সেদিন একটা লোকও গ্রেফতার হয়নি। লক্ষ্মণ শেঠ থেকে সুশান্ত ঘোষ কেউ গ্রেফতার হননি। কারণ তখন UPA সরকার ছিল, আর বামেদের ৬২ জন সাংসদ ছিল। আজ সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল জেলে গেছে সিবিআইয়ের জন্য। আর সিবিআই স্বাধীনভাবে কাজ করতে পারছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য।’