অগস্ট মাস থেকে অনলাইন মোডে নতুন শিক্ষাবর্ষ শুরু করা হবে। ঘোষণা করল IIM কলকাতা।
ইনস্টিটিউটের তরফে বলা হয়েছে, অগস্ট ২০২০ থেকে, নতুনের পাশাপাশি ফ্ল্যাগশিপ এমবিএ প্রোগ্রামে ফিরে আসা শিক্ষার্থীরা তাঁদের বাড়িতে নিরাপদ ও সুরক্ষিত থেকে ডিজিটাল মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন।
IIM কলকাতার ডিরেক্টর অধ্যাপক অঞ্জু শেঠ বলেন, ‘আমাদের অনলাইন মোডে পড়ানো হলেও, অ্যাকাডেমিক কঠোরতা বজায় রাখা হবে। সেই সঙ্গে অভিনব শিক্ষাদান এবং শিক্ষণের বিষয়টিও মেনে চলা হবে।’
বিবৃতিতে বলা হয়েছে, এ রকম আরও ডিজিটাল উদ্যোগ বাস্তবায়িত করার পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, লকডাউনের গোটা সময় জুড়ে ক্যাম্পাসের কার্যক্রম পুরোপুরি স্থগিত রাখা হয়েছিল।
পূর্ববর্তী শিক্ষাবর্ষ মার্চ মাসে হঠাৎ করেই শেষ করতে হয় এবং লকডাউন ঘোষণার পরে শিক্ষার্থীরা বাড়ি চলে যান। বিবৃতিতে আরও বলা হয়েছে, সেই সময় ওয়েব কনফারেন্সিং-এর মাধ্যমে অবশিষ্ট ক্লাস পরিচালনা করা হয়েছিল।
করোনা সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় বর্তমানে আর ক্লাসরুমে ক্লাস করানো সম্ভব নয়। এ দিকে শিক্ষার্থীদের পড়াশোনার যাতে কোনও ক্ষতি না হয় সে কথা ভেবে অগস্টেই অনলাইনে নতুন শিক্ষাবর্ষ চালুর সিদ্ধান্ত নিল IIM কলকাতা।