সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতার গ্রুপ স্টেজের ম্যাচে রবিবার জিতল মুম্বই, বাংলা, কর্ণাটক, রাজস্থানের মতো বড় দলগুলো। জয় পেল পঞ্জাব , দিল্লি সৌরাষ্ট্রও। বাংলার হয়ে দুরন্ত পারফরমেন্স করেন ওপেনার অভিষেক পোড়েল। তাঁর দুরন্ত পারফরমেন্সের সৌজন্যেই মেঘালয়কে হারায় লক্ষ্মীরতন শুক্লার দল। পৃথ্বী শ এদিন মুম্বইয়ের হয়ে রান পেলেন, কেকেআরে খেলা অংকৃষ রঘুবংশীও রান পেলেন।
আরও পড়ুন -তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন
১৬ ওভারের ম্যাচে হরিয়ানা নিশান্ত সিন্ধুর ৩৬ বলে ৫৭ রানে ভর দিয়ে করে ৮ উইকেটে ১১১, জবাবে ব্যাট করতে নেমে শেষ বলে ম্যাচ জিতে নেয় ঝাড়খন্ড, ১ উইকেটে তাঁরা জেতে।
রাজস্থানের বিরুদ্ধে মধ্যপ্রদেশ প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৯ রান তোলে, বেঙ্কটেশ আইয়ার করেন ১৪ বলে ১৬ রান। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থানের অভিজিত তোমর ৪২ বলে ৬৬ রান তুলে ম্যাচ জিতিয়ে দেয়।
তামিলনাড়ু কর্ণাটকের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে, মাত্র ৯০ রানে অলআউট হয়ে যায়, ভি কৌশিক এবং মনোজ ভানদাগে তিনটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে কর্ণাটপের মণিশ পাণ্ডের ২৯ বলে ৪২ রানের সৌজন্যে ১১.৩ ওভারেই জয়ের টার্গেটে পৌঁছে যায় তাঁরা।
মেঘালয় প্রথমে ব্যাট করে বাংলার বিরুদ্ধে করে ৬ উইকেটে ১২৭ রান। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার করণ লাল এবং অভিষেক পোড়েলের ব্যাটিংয়ে জয়ের পথ প্রশস্ত হয় বাংলার। ৩১ বলে অপরাজিত ৬১ করেন অভিষেক।
মুম্বইয়ের বিরুদ্ধে নাগাল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১০৭ রানেই অলআউট হয়ে যায়, জবাবে ব্যাট করতে নেমে অংকৃষ রঘুবংশী ৩১ বলে ৪১ এবং পৃথ্বী শ ২৯ বলে ৪০ রান করে মুম্বইকে ম্যাচ জেতান ৪৭ বল বাকি থাকতেই।
গুজরাটের বিরুদ্ধে সিকিম প্রথম ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১০১ রান করে। জোড়া উইকেট নেন অক্ষর প্যাটেল ৪ ওভারে ১৯ রান দিয়ে। জবাবে ব্যাট করতে নেমে আর্য দেশাইয়ের ৪৭ রানের সুবাদে ১৮ বলে বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় গুজরাট।
এদিকে অরুণাচল প্রদেশকে বড় ব্যবধানে হারাল প্রিয়ম গর্গদের উত্তর প্রদেশ। প্রথমে ব্যাট করে তাঁরা ২০ ওভারে ৪ উইকেটে ২৪২ করে। প্রিয়ম গর্গ করে ৪৩ বলে ৮১ রান। আর্যন জুরেল করেন ৪০ বলে ৭৫। সমির রিজভি করেন ১৮ বলে ৩৬। জবাবে ব্যাট করতে নেমে অরুণাচল ২০ ওভারে ৫ উইকেটে ৮৬ রান করে।
অন্য ম্যাচে সার্ভিসেসকে ২৩ রানে হারিয়ে দিল অন্ধ্র প্রদেশ। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২২২ রান করে অন্ধ্র। রিকি ভুই করেন ৩৫ বলে ৮৪ রান। শ্রীকর ভরত করেন ৩৯ বলে ৬৩। জবাবে ব্যাচ করতে নেমে লড়ে সার্ভিসেসও। মোহিল আহলাওয়াত করেন ৩৭ বলে ৭৪ রান। ভিনিত ধনকর করেন ৩২ বলে ৫১ রান। রজত পালিওয়ালও ১৫ বলে ৩৩ রান করেন। ১৯৯ রান ৯ উইকেটে তোলে সার্ভিসেস।
পন্ডিচেরির বিরুদ্ধে ডিএলএস মেথডে জিতল অসম। ১২ ওভারে ৫ উইকেটে ১২৫ করে পন্ডিচেরি। তবে ৯ ওভারে টার্গেট কমে অসমের সামনে দাঁড়ায় ৯৪। ৩ উইকেটে তাঁরা সেই রান তুলে নেয়। এদিকে ছত্তিশগড় বনাম ওড়িশার ম্যাচ একটি বলও খেলা না হয়ে বাতিল হয়ে যায়।
পঞ্জাবের বিরুদ্ধে হায়দরাবাদ দুরন্ত লড়াই দিলেও তাঁরা ম্যাচ জিততে পারল না। অনমোলপ্রীত সিংয়ের ৩৬ বলে ৬০, রমনদীপ সিংয়ের ১১ বলে ৩৯ এবং নেহাল ওয়াধিরার ২৩ বলে ৩১ রানের সৌজন্যে পঞ্জাব করল ২০ ওবারে ৬ উইকেটে ১৯৬। জবাবে ব্যাট করতে নেমে নমন ধীরের ১৯ রানে ৫ উইকেটের সৌজন্যে হায়দরাবাদ অলআউট হয়ে যায় ২০ ওভারে ১৮৯ রানেই। ৭ রানে ম্যাচ জেতে পঞ্জাব।
আরও পড়ুন-ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতায় সহজ জয় তুলে নিল দিল্লি। তাঁর হিমাচল প্রদেশকে ৩১ বলে বাকি থাকতেই পাঁচ উইকেটে হারাল। প্রথমে ব্যাট করে হিমাচল প্রদেশ করে ৮ উইকেটে ১৪৫ রান। জবাবে ব্যাট করতে নেমে আয়ুশ বাদোনির ৭০ , যশ ধুলের ৩১ এবং মায়াঙ্ক রাওয়াতের ২ বলে ১২ রানের সৌজন্যে সহজেই ম্যাচ জিতল দিল্লি।
এদিকে অন্য ম্যাচে ২০ ওভারে ৬ উইকেটে বিশাল ২৬৬ রান করে সৌরাষ্ট্র। বরোদার বোলারদের বিরুদ্ধে ৩৯ বলে ৭৬ করেন হার্ভিক দেশাই। ৩০ বলে ৫৭ করেন রুচিত আহির। ১৮ বলে ৫৩ রান করেন জয় গোহিল। জবাবে ব্যাট করতে নেমে শাশ্বত রাওয়াত, বিষ্ণু সোলাঙ্কিরা লড়লেও তাঁরা জিততে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৮ করে তাঁরা। ৭৮ রানে হেরে যায় বরোদা।