বাংলা নিউজ > ক্রিকেট > Cooch Behar Trophy 2024: এক ইনিংসে ১০ উইকেট নিলেন ভারতীয় বোলার! কুম্বলের আগে কারা কারা এই নজির গড়েছিলেন?

Cooch Behar Trophy 2024: এক ইনিংসে ১০ উইকেট নিলেন ভারতীয় বোলার! কুম্বলের আগে কারা কারা এই নজির গড়েছিলেন?

এক ইনিংসে ১০ উইকেট নিলেন ভারতীয় বোলার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে BCCI Domestic)

এক ইনিংসে ১০টি উইকেট নেওয়ার নজির গড়লেন ভারতীয় বোলার। কোচবিহার ট্রফিতে সেই নজির গড়েছেন। রাজস্থান এবং বিহারের ম্যাচ হচ্ছে। তাতেই সেই নজির গড়েছেন। অনিল কুম্বলে ছাড়া কোন কোন ভারতীয় প্রথম শ্রেণির ক্রিকেটে সেই নজির গড়েছেন?

এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়লেন বিহারের সুমন কুমার। কোচবিহার ট্রফিতে রাজস্থানের বিরুদ্ধে প্রথম ইনিংসে সেই নজির গড়েন বিহারের বোলার। ৩৩.৫ ওভার বল করেন। মেডেন করেন ২০টি। ৫৩ রান খরচ করেন। নেন ১০টি উইকেট। আর তাঁর সেই পারফরম্যান্সের কারণেই প্রবেশ চাপে পড়ে গিয়েছে রাজস্থান। বিহারের ৪৬৭ রানের জবাবে প্রথম ইনিংসে ১৮২ রানে অল-আউট হয়ে যান পার্থ যাদব, মানয় কাটারিয়ারা। তারপর রাজস্থানকে ফলো-অন করিয়েছে বিহার। জবাবে তৃতীয় দিনের শেষে রাজস্থানের স্কোর দাঁড়িয়েছে দু'উইকেটে ১৭৩ রান। আপাতত ১১২ রানে পিছিয়ে আছে রাজস্থান।

তবে এই প্রথমবার ভারতীয় ক্রিকেটে কোনও বোলার একই ইনিংসে ১০টি উইকেট নেওয়ার নজির গড়লেন না। প্রথম শ্রেণির ক্রিকেটে সাতজন বোলার সেই নজির গড়েছেন। প্রথম সেই নজির তৈরি করেছেন সুভাষ গুপ্তে। আর সেই তালিকায় সর্বশেষ সংযোজন ছিল অংশুল কম্বোজ। তিনি এবারের রঞ্জি ট্রফিতে একটি ইনিংসে ১০টি উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: Syed Mushtaq Ali Trophy: ৪ ম্যাচে ৩টি হাফ-সেঞ্চুরি, তিনটিতেই ম্যাচের সেরা, মুস্তাক আলিতে তাণ্ডব মাত্র ৫০ লাখের তারকার

প্রথম শ্রেণির ক্রিকেটে ১ ইনিংসে ভারতীয়দের ১০ উইকেট

১) সুভাষ গুপ্তে: ৭৮ রানে ১০ উইকেট, বম্বে বনাম পাকিস্তান কম্বাইনড সার্ভিসেস এবং ভাওয়ালপুর একাদশ (১৯৫৪/১৯৫৫ সাল)। 

২) প্রেমাংশু চট্টোপাধ্যায়: ২০ রানে ১০ উইকেট, বাংলা বনাম অসম (১৯৫৫/১৯৫৬ সাল)। 

৩) প্রদীপ সুন্দরম: ৭৮ রানে ১০ উইকেট, রাজস্থান বনাম বিদর্ভ, (১৯৮৫/১৯৮৬ সাল)। 

৪) অনিল কুম্বলে: ৭৪ রানে ১০ উইকেট, ভারত বনাম পাকিস্তান, ১৯৯৯ সাল। 

৫) দেবাশিস মোহান্তি: ৪৬ রানে ১০ উইকেট, ইস্ট জোন বনাম সাউথ জোন (২০০০/২০০১ সাল)।

৬) অংশুল কম্বোজ: ৪৯ রানে ১০ উইকেট, হরিয়ানা বনাম কেরল, ২০২৪ সাল।

আরও পড়ুন: Shardul Creates Unwanted Record: ধুলোয় মিশল শার্দুলের রেপুটেশন, হরির লুটের মতো রান বিলিয়ে লজ্জার রেকর্ড গড়লেন লর্ড

টেস্টের এক ইনিংসে ১০ উইকেট

১) এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটের এক ইনিংসে তিনজন ১০টি উইকেট নেওয়ার নজির গড়েছেন। প্রথম নজির গড়েছিলেন জিম লেকার। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫১.২ ওভারে ৫৩ রানে ১০টি উইকেট নিয়েছিলেন।

২) তালিকায় দ্বিতীয় নাম হল অনিল কুম্বলের। ১৯৯৯ সালের ৪ ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে দিল্লিতে সেই নজির গড়েছিলেন। ২৬.৩ ওভারে ৭৪ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন। ন'টি মেডেন দিয়েছিলেন। চতুর্থ ইনিংসে ১০টি উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন: SMAT 2024: ২৪ বলে মারকাটারি হাফ-সেঞ্চুরি ৫০ লাখের করুণ নায়ারের, মুস্তাক আলিতে মাঠে নেমেই ৪টি চার-ছক্কা ১১ কোটির জিতেশের

৩) আর তৃতীয় বোলার হিসেবে সেই নজির গড়েছিলেন আজাজ প্যাটেল। ২০২১ সালে ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে এক ইনিংসে ১০টি উইকেট নিয়েছিলেন। ৪৭.৫ ওভারে ১১৯ রান খরচ করেছিলেন।

ক্রিকেট খবর

Latest News

একে অপরের ওপর ছুরি নিয়ে হামলা, প্রাণ গেল ২ দুষ্কৃতীর দঃ আফ্রিকা দল থেকে বাদ পড়েই SA20তে জ্বলে উঠলেন তারকা পেসার! জেতালেন জোবার্গকে 'কাহো না পেয়ার হ্যায়’ থেকে শেষ মুহূর্তে বাদ! করিনাকে সরানো নিয়ে মুখ খুলল আমিশা আজ থেকে শুরু পবিত্র মাঘ মাস, এমাসে স্নান দান পুজো গীতা পাঠের মাহাত্ম্য জেনে নিন বাংলায় আবার পারদ পড়বে কবে? ১.২ ডিগ্রি তাপমাত্রা কমল কলকাতার, ৪ জেলায় ঘন কুয়াশা ১৯ বছর পর শুক্র-রাহুর সংযোগ, ৫ রাশির হবে হঠাৎ আর্থিক লাভ, হতে পারে পদোন্নতি দল না পেয়ে PSL বয়কটের ডাক পাক পেসারের! বললেন, ‘১৫০-১৬০র গতিতে বোলিং করে দেখাবো’ BJP ক্ষমতায় এলে তবেই জাতীয় মেলা হবে গঙ্গাসাগর, ডুব দিয়ে উঠে বললেন সুকান্ত ‘কোরান-বাইবেলে আগুন দিয়ে দেখুন, কেমন দাউ দাউ করে জ্বলে…’, ফেসবুকে পোস্ট তসলিমার স্যালাইন কাণ্ডের পরে এই সংস্থার ১৪ ওষুধ নিষিদ্ধ করল রাজ্য, কোনগুলি? রইল তালিকা

IPL 2025 News in Bangla

ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের অশ্বিনের পথে হেঁটে অবসরে জাদেজাও? রহস্যজনক পোস্টে বাড়ল জল্পনা! দেখে নিন সেই ছবি ২০২৫ IPLএ অধিনায়ক বিরাট? জল্পনা জিইয়ে রাখলেন ফ্লাওয়ার! বললেন,এখনও সিদ্ধান্ত হয়নি কাউন্টি খেলে ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নেবেন বিরাট? RCB না চাইলে প্রায় অসম্ভব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.