যুজবেন্দ্র চাহাল, যিনি টি-টোয়েন্টি ফরম্যাটে সেরা পারফরম্যান্সকারী স্পিনারদের একজন হওয়া সত্ত্বেও, সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেট দলে তিনি উপেক্ষিত। অভিজ্ঞ এই রিস্ট-স্পিনার ৭২টি ওডিআই এবং ৮০টি টি-টোয়েন্টিতে যথাক্রমে ১২১ এবং ৯৬টি উইকেট নিয়েছেন। তিনি তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন ২০২৩ সালের অগস্টে। বর্তমান অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদবের মতো স্পিনারদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এমন কী ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যও যুজবেন্দ্র চাহাল নির্বাচিত হননি।
আরও পড়ুন: টেস্ট দল থেকে ঘাড় ধাক্কা খেতে চলেছেন রোহিত,BCCI-এর ভাবনায় নতুন অধিনায়ক- রিপোর্ট
এ সবের মাঝেই আবার গত কয়েক মাস ধরে চাহাল এবং তাঁর স্ত্রী ধনশ্রী বর্মার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা লক্ষ্য করেছেন যে, ধনশ্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে চাহালের পদবী সরিয়ে ফেলেছেন, এমন কী চাহালও তাঁর প্রোফাইল থেকে ধনশ্রীর ছবি মুছে দিয়েছেন। এ ছাড়া তাদের একে অপরকে আনফলো করাও সম্পর্কের অবনতির দিকে ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: বিষ খাওয়ার ঠিক আগে পন্তের ত্রাতা রজত আর তাঁর বান্ধবীর রেকর্ড করা ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য
এই পরিস্থিতিতে শুক্রবার ভ্যালেন্টাইনস ডে-র দিন যুজি চাহাল নিজের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে একটি রহস্যময় লাইন লিখেছেন। তিনি লিখেছেন, ‘তুমি যেমন আছো, ঠিক তেমনই ঠিক থাকো! কাউকে আলাদা কিছু অনুভব করানোর প্রয়োজন নেই।’
যদিও পোস্টটি আসলে কী সম্পর্কে, তার কোনও স্পষ্টতা নেই। অনেকে মনে করছেন যে, তাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে এটি সম্পর্কিত হতে পারে। চাহাল ও ধনশ্রী তাঁদের আলাদা থাকা নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি। যদিও এটাই প্রথম বার নয়, এর আগেও ২০২৩ সালে ধনশ্রী তাঁর ইনস্টাগ্রাম থেকে চাহাল পদবী সরিয়ে দিয়েছিলেন। এমন কী ধনশ্রীর অন্য সম্পর্ক নিয়েও মাঝে মধ্যেই চর্চা হয় সমাজ মাধ্যমে। চাহাল একটি দীর্ঘ পোস্টে ধনশ্রীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুজব বন্ধের অনুরোধ করেছিলেন।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ধাক্কা খেল পাকিস্তান, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে কিউয়িদের কাছে হারলেন বাবররা
তিনি লিখেছিলেন, ‘আমি লক্ষ্য করেছি বেশ কিছু সোশাল মিডিয়া পোস্টে এমন গুঞ্জন রয়েছে যা হয়তো সত্যি, হয়তো নয়।’ সেই সঙ্গেই তাঁর আর্জি এমন গুঞ্জন সৃষ্টি না করারও। কেননা ‘এর ফলে আমাকে ও আমার পরিবারকে তীব্র যন্ত্রণার মধ্যে পড়তে হয়েছে।’ চাহালের সাফ বক্তব্য ছিল, ‘বিগত কয়েক দিন আমার এবং আমার পরিবারের জন্য সময়টা খুবই কঠিন গিয়েছে। যেটা সব থেকে হতাশাজনক হল সেটা হল বিস্তর ভুলভাল লেখা হচ্ছে, যা সত্যি ঘটনাগুলি থেকে অনেকটাই দূরে। ট্রোলাররা আমার চরিত্র বিচার করছে। আমি প্রচুর খাটাখাটনি করে সততার সঙ্গে আমার পরিচয় তৈরি করেছি।’
এখন প্রশ্ন উঠছে, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রীর সম্পর্কের অবনতি কি শুধু গুজব, নাকি তাদের মধ্যে সত্যিই কিছু ঘটছে? তাদের একে অপরকে আনফলো করার পর, এই ধরনের পোস্ট কি তাদের বিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছে?