দিল্লিতে কানাহাইয়া কুমারের উপর হামলার অভিযোগ। তিনি যখন দিল্লিতে প্রচার করছিলেন সেই সময় তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। সূত্রের খবর, তাকে কয়েকজন মালা পরাতে এসেছিল। তারাই হামলা চালায় বলে অভিযোগ।
নিউজ এজেন্সি পিটিআইয়ের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তার দিকে কালো কালিও ছোঁড়া হয়। কানহাইয়া কুমারের সঙ্গীরা হামলা প্রতিহত করার চেষ্টা করেন। সেই সময় হামলাকারীদের সঙ্গে তাদের বচসা, মারপিট শুরু হয়ে যায়।
নিউ উসমানপুর এলাকায় আপ অফিসের বাইরে এই কাণ্ড হয়। সেই সময় কানহাইয়া কুমার স্থানীয় কাউন্সিলরের সঙ্গে আসছিলেন। সেই সময় তার উপর হামলা চালানো হয়।
এদিকে কেউ একজন এই ভিডিয়ো তুলেছেন। বলতে শোনা যায় এবার কানহাইয়া কুমারকে পেটানো হবে।
ওই কাউন্সিলর তার অভিযোগে জানিয়েছেন, কয়েকজন মালা পরাতে এসেছিলেন। সেই সময় তার গলায় মালা দেওয়া হয়। এরপর তার দিকে কালি ছোঁড়া হয়। তার উপর হামলা চালানো হয়। যখন ছায়া শর্মা ছাড়়াতে যান তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তাকে হুমকি দেওয়া হয়।
কানহাইয়ার দাবি, বিরোধী প্রার্থী মনোজ তিওয়ারি এই হামলার পেছনে রয়েছেন।
তিনি বলেন মনোজ তিওয়ারি এখানকার এমপি। কিন্তু আমার জনপ্রিয়তায় তিনি ভীত। সেকারণে আমাকে মারতে গুন্ডা পাঠিয়েছিল।
তিনি বলেন জনতা এর বদলা নেবে আগামী ২৫শে মে। প্রসঙ্গত কানহাইয়া কুমার হলে দিল্লি উত্তরপূর্বের কংগ্রেস প্রার্থী। তিনি বিজেপির মনোজ তিওয়ারির বিরুদ্ধে লড়তে নেমেছেন। তার মধ্য়েই এই বিপত্তি।
এদিকে কানহাইয়া কুমার প্রার্থী হওয়ার পর থেকেই এলাকায় দাপিয়ে প্রচার চলছে। তার প্রচারকে কেন্দ্র করে একাধিক জায়গায় ভালোই সাড়া পড়ছে। বিশেষত যুব সম্প্রদায়ের মধ্য়ে তিনি বেশ সাড়া ফেলে দিয়েছেন। তার মধ্য়েই এবার হামলার অভিযোগ উঠল।