উত্তরপ্রদেশে বিজেপির বিশাল জয়ে আগাম হোলি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি এই জয়ের অন্যতম নায়ক হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে। তাঁর প্রশংসায় পঞ্চমুখ দলের নেতা-কর্মীরা। গতকাল থেকেই উত্তরপ্রদেশের বিজেপি কর্মীদের মুখে শুধু ‘যোগী যোগী’ রব। উত্তরপ্রদেশ জয়ের পর থেকেই সেরাজ্যের শহরে শহরে মিছিল হচ্ছে। লখনউতে দলের রাজ্য সদর দফতরে গিয়ে যোগী নিজে হোলি খেলায় মেতেছেন। এরই মাঝে যোগীর বিজয় পালনের একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, মুলায়ম সিং যাদবের নাতনি যোগীর কপালে তিলক এঁকে দিচ্ছেন।
দ্বিতীয়বার আনুষ্ঠানিক ভাবে এখনও রাজ্যাভিষেক হয়নি যোগীর। তার আগেই অবশ্য যাদব পরিবারের সদস্যের হাতে ‘অভিষেক’ হয়ে গেল যোগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় সাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের নাতনি তিলক লাগিয়ে দেন যোগীর কপালে।
উল্লেখ্য, মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব নির্বানের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তিনি তাঁর মেয়েকে নিয়ে যোগীর বাসস্থানে পৌঁছে যান ফল ঘোষণার পর। মুখ্যমন্ত্রীকে বিপুল জয়ের জন্য অভিনন্দন জানান অপর্ণা। সেই সময় তাঁর কন্যা যোগীর কপালে তিলক লাগিয়ে দেন। এই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যোগী আদিত্যনাথের কপালে শিশুর তিলক লাগানোর দৃশ্য মন জয় করছে অনেক নেটিজেনেরই।
উল্লেখ্য, ২৭০-এরও বেশি আসনে জিতে টানা দ্বিতীয়বার সরকার গঠন করতে চলেছে বিজেপি। যোগী নিজে প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়াই করে লক্ষাধিক ভোটে দিতেছেন গোরক্ষপুর থেকে। ২০২৪ সালের লোকসভার আগে ২০২২ সালের বিধানসভা নির্বাচনের এই জয় বিজেপির কাছে বিশাল পাওনা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।