একটা সময় নীল ছবির দুনিয়ার রানি ছিলেন সানি লিওন। কানাডায় বেড়ে ওঠা করণজিৎ কৌর পর্ন ছবির জগতে পরিচিতি গড়েছিলেন সানি লিওন নামে। প্রেমে ধোঁকা খেয়েছেন, তাঁর জীবনে ওঠাপড়ার শেষ নেই। তবে এই সফরে গত দেড় দশক ধরে যে মানুষটা তাঁর হাত শক্ত করে ধরে থেকেছেন তিনি ড্যানিয়েল ওয়েবার।
২০১১ সালে ড্যানিয়েলকে বিয়ে করেছিলেন সানি। দেখতে দেখতে দাম্পত্য জীবনের ১৩ বছর পার করে ফেলেছেন তাঁরা। নীল ছবির জগত সেই কবেই ছেড়েছেন সুন্দরী। তিন সন্তানকে নিয়ে এখন সুখী সংসার তাঁর। আমেরিকা ছেড়ে পাকাপাকিভাবে ভারতে বসবাস করেন তিনি। বিবাহবার্ষিকীতে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ফের গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী। তাও সূদূর মলদ্বীপে। তিন সন্তান নিশা, নোয়া ও আশের উপস্থিতিতে বিয়ের শপথগুলো আবারও গ্রহণ করলেন দুজনে।
সানি-র বিয়ে
মলদ্বীপের নীল জলরাশিকে সাক্ষী রেখে পরস্পরকে চোখে হারালেন সানি-ড্যানিয়েল। এই বিয়ের একমাত্র সাক্ষী তাঁদের তিন সন্তান। দুজনের পরনেই এদিন সাদা পোশাক, ছবিতে একে অপরের দিকে তাকিয়ে হাসতে দেখা গেছে। ফুল হাতে সাদা গাউনে সানিকে মায়াবী দেখালো, অন্যদিকে ড্যানিয়েল বেছে নিয়েছিলেন সাদা শার্ট ও সাদা ট্রাউজার। সানি এবং ড্যানিয়েল তাদের তিন সন্তানের সাথেও ছবির জন্য পোজ দিয়েছেন। জানা যাচ্ছে, অনুষ্ঠান চলাকালীন ড্যানিয়েল বউকে একটি হীরের আংটি দিয়ে অবাক করে দিয়েছেন।
তারকা দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, সানি এবং ড্যানিয়েল বেশ কিছুদিন ধরে তাদের বিয়ের শপথ পুনর্নবীকরণ করতে চাইছিলেন, তবে তাদের সন্তানদের এই অনুষ্ঠানের তাত্পর্য বোঝার জন্য যথেষ্ট বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলেন। ছেলেমেয়ের পড়াশোনার যাতে ক্ষতি না হয়, সেই মতোই দিওয়ালির ছুটিতে বিয়ের অনুষ্ঠান পরিকল্পনা করেন তাঁরা। সানি এবং ড্যানিয়েল বিশ্বাস করেন তাঁরা যখন প্রথম বিয়ে করেন, তখনও একসাথে জীবনের প্রকৃত চ্যালেঞ্জগুলির মুখোমুখি হননি। এখন, কষ্ট সহ্য করার পরে এবং দম্পতি হিসাবে সুন্দর মুহুর্তগুলি উদযাপন করার পরে, একে অপরকে তাদের ভালোবাসা ও শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছে।
বিয়ের ছবি পোস্ট করে সানি লেখেন, ‘প্রথমবার আমরা ভগবান, পরিবার ও বন্ধুদের সামনে বিয়ে করি। এই বার আমরা দুজনে বিয়ে করলাম মাত্র তিনজন (সন্তান) সাক্ষী, নিজেদের মধ্যে আরও ভালোবাসা আর সময় নিয়ে! আজও তুমিই আমার জীবনের ভালোবাসা এবং আজীবন সেটাই থাকবে! আই লাভ ইউ ড্যানিয়েল’।
২০১১ সালে সানি জানিয়েছিলেন মার্কিন অভিনেতা, প্রযোজক এবং উদ্যোক্তা ড্যানিয়েলকে বিয়ে করেছেন। ২০১৭ সালের জুলাই মাসে এই দম্পতি মহারাষ্ট্রের লাতুর গ্রাম থেকে তাদের প্রথম সন্তানকে দত্তক নেন। নাম রাখেন নিশা কৌর ওয়েবার। সেই সময় ওই শিশুটির বয়স ছিল ২১ মাস। পরের বছর মার্চ মাসে, সানি এবং ড্যানিয়েল তাদের যমজ ছেলের জন্মের ঘোষণা করেছিলেন, সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছিল তাঁদের।
সানিকে আগামীতে অনুরাগ কাশ্যপের নিও-নোয়ার থ্রিলার কেনেডিতে দেখা যাবে, যেখানে রাহুল ভাট, মোহিত টাকালকর এবং অভিলাষ থাপলিয়াল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এটি ২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়, এবং প্রশংসা কুড়োয়।