২০২১ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল পুষ্পা। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সিনেপ্রেমীরা বুঁদ হয়েছিল ‘পুষ্পা রাজ’ আল্লু অর্জুন এবং 'শ্রীবল্লী' রশ্মিকা মান্দান্নার ম্যাজিকে। সেই প্রভাব এখনও ফিকে হয়নি। অধীর আগ্রহে এই ছবির দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করেছে ভক্তরা। এই বছরের ১৫ ই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল পুষ্পা ২-র। বছরের শুরুতে এ কথা জানালেন, কথার খেলাপ করলেন নির্মাতারা। আরও পড়ুন-চকচকে ছোট কালো পোশাক সোনাক্ষীর, গ্ল্যামারাস ব্যাচেলার পার্টি জাহিরের হবু বউয়ের
অগস্টে নয়, পুষ্পা ২: দ্য রুল-এর মুক্তি পাবে ৪ মাস দেরিতে। আল্লু-রশ্মিকা জুটিতে বড় পর্দায় দেখতে অপেক্ষা করতে হবে ৬ই ডিসেম্বর পর্যন্ত। এটি রশ্মিকার হিন্দি ছবি 'ছাভা'র সঙ্গে বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে নামবে, যেখানে নায়িকার সহ-অভিনেতা ভিকি কৌশক।
এখনও শেষ হয়নি পুষ্পা ২-এর শ্যুটিং, তাছাড়া পোস্ট প্রোডাকশনের কাজও বাকি রয়েছ। দর্শকদের সামনে সেরা প্রোডাক্ট তুলে ধরতে চান নির্মাতারা। তাই বাড়তি সময় চেয়ে নিলেন। ছবির মানের সাথে আপস করার কোনও ইচ্ছা নেই নির্মাতারাদের। তবে এই খবর মনে ভেঙেছে আল্লু ভক্তদের।
আল্লুর পোস্টের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভক্ত তাদের হতাশা প্রকাশ করেছেন। একজন ক্ষুব্ধ আল্লু ভক্ত টুইট করেছেন, ‘সিনেমাটি ২০২৪ সালের জুনে মুক্তি পাচ্ছিল। কেন তা ২০২৪ সালের ডিসেম্বরে স্থানান্তরিত করা হয়েছে? চলচ্চিত্র নির্মাতারা দর্শকদের আবেগ নিয়ে খেলছন। পুষ্পা ভক্তদের পক্ষ থেকে আমি আদালতে মামলা করব যত তাড়াতাড়ি সম্ভব এই ছবি মুক্তি দেওয়ার জন্য’।
তবে সকলেই পুষ্পা টিমের উপর ক্ষুব্ধ এমনটা নয়, অনেকেই এই সিদ্ধান্তের স্বপক্ষে কথা বলেছেন। তাঁদের ধারণা ছবির পোস্ট প্রোডাকশনের কাজের মান আরও উন্নত হবে। কেউ কেউ তো আবার এমনটাও বলছেন, এটা ব্লকবাস্টার হওয়ার লক্ষ্মণ। কারণ পুষ্পা ছবির প্রথম ভাগও ডিসেম্বরেই মুক্তি পেয়েছিল। তাই এটা ইতিহাসের পুনরাবৃত্তি।
আরও পড়ুন-‘ওদের দুজন’কেই…', শুভ্রজিতের সঙ্গে প্রাক্তন প্রিয়াঙ্কার বিয়ের চর্চা,মুখ খুললেন সায়ন্ত
পরিচালক সুকুমার ও আল্লু অর্জুন ছবির মুক্তি পিছানো নিয়ে সম্প্রতি ম্যারাথন বৈঠকও করেন। প্রথম পর্বের মাধ্যমে দর্শকের সামনে এই ছবি নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। তাই সেই প্রত্যাশা পূরণের কঠিন চ্যালেঞ্জ থাকছে আল্লু-রশ্মিকাদের সামনে। এবারও কী তাঁরা সফল হবেন? সেই উত্তর মিলতে অপেক্ষা ডিসেম্বরের।