গত রবিবার, ৩ অক্টোবর কলকাতার নিক্কো পার্কে ছিল অনুপম রায় ব্যান্ডের শো। ভিড় উপচে পড়েছিল উক্ত জায়গাটি। শো মিটতে না মিটতেই সোশ্যাল মিডিয়া জুড়ে কেবলই তারার মতো জ্বলব কনসার্টের ঝলক। কী বলছে তারকা থেকে নেটিজেনরা?
অনুপম রায়ের কনসার্ট নিয়ে কী লিখলেন লগ্নজিতা?
লগ্নজিতা চক্রবর্তী এদিন ফেসবুকের পাতায় যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে শোনা যাচ্ছে অনুপম রায় বাড়িয়ে দাও তোমার হাত, গভীরে যাও গানগুলো গাইছেন। তিনি এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'অনেক অনেক দিন পর ক্লাসিক্যাল বাইরে গিয়ে কোনও কনসার্ট দেখলাম।' তিনি ব্যান্ডের সদস্যেদের নাম ধরে ধরে প্রশংসা করেন তাঁর লেখায়।
ইমন চক্রবর্তী এদিন এক কনসার্ট প্রসঙ্গে এবিপি আনন্দকে জানিয়েছেন, 'যাঁর জন্য আমার কেরিয়ার এতটা এগিয়েছে তাঁর কনসার্ট দেখতে আসা সবসময়ই অন্যরকমের একটা অনুভূতির। ভালো লাগল ভীষণ।'
কী বলছে নেটিজেনরা?
এদিন অনেকেই যাঁরা তারার মতো জ্বলব কনসার্ট দেখতে গিয়েছিলেন নানা মুহূর্তের ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে কখনও গায়ককে বেঁচে থাকার গান গাইতে শোনা গিয়েছে। কখনও আবার জলফড়িং। বাদ যায়নি এখন অনেক রাত, বসন্ত এসে গেছে, ইত্যাদি।
অনুপম রায় নিজে বিগত বেশ কিছুদিন ধরে নিরলস ভাবে তাঁদের এক কনসার্টের প্রচার করেছেন। তাঁর গাওয়া, লেখা গান বরাবরই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে যে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: ৩ দিনেই বিশ্বজুড়ে ১৫০ কোটি আয় কার্তিকের ভুল ভুলাইয়া ৩ এর! এগিয়ে না পিছিয়ে আছে সিংঘম এগেন?