দেশের অন্যতম ‘পাওয়ার কপল’ বিরাট-অনুষ্কা। নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ভরাডুবির জেরে কম সমালোচনার শিকার হননি কোহলি। স্পিনারদের সামলাতে ব্যর্থ হয়েছেন হাজার হাজার রানের মালিক। সেই নিয়ে কটাক্ষ-ট্রোলিংয়ের মাঝেই এই বছর খানিকটা ফিকে বিরাটের জন্মদিনের আনন্দ।
এর মাঝেই স্বামী তথা ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলির জন্মদিনে সবচেয়ে সুন্দর বার্তাটি এল অনুষ্কার তরফে। সঙ্গে ফ্যানেদের জন্য় রইল বিরাট সারপ্রাইজ। ইনস্টাগ্রামে প্রথমবার ছেলে অকায়ের ঝলক দেখালেন অনুষ্কা। ৯ মাসের ছেলে এবং ভামিকাকে কোলে নিয়ে পোজ দিচ্ছন বিরাট। মুখে প্রশান্তির হাসি। ছবিটি খুব সম্ভবত লন্ডনের রাস্তার ধারে তোলা।
অনুষ্কা তার পোস্টের সঙ্গে কেবলমাত্র একটি হৃদয় এবং একটি দুষ্ট চোখের ইমোজি জুড়ে দিয়েছেন, একটা শব্দও খরচ করেননি। কিন্তু এই নতুন ছবির প্রেমে পড়েছেন ভক্তরা। ছবিতে দুটো হৃদয়ের স্টিকার দিয়ে ছেলে ও মেয়ের মুখ ঢেকে দিয়েছেন অভিনেত্রী। একজন লিখেছেন, 'এর জন্য অপেক্ষা করছিলাম। ' আরেকজন লিখেছেন, 'আহা অকায় ও ভামিকা একফ্রেমে'। আরেকজন মন্তব্য করেছেন, ‘প্রিন্স ও প্রিন্সেসের সঙ্গে রাজা’। বিরাটকে একটি বেবি ক্যারিয়ারে অকায়কে কাঁধে ঝুলিয়ে রাখতে দেখা গেছে এবং ভামিকাকে তাঁর বাঁ হাতে করে তুলে ধরেছেন।
বিরাট ও অকায়কে ছবিতে একদম ম্যাচিং পোশাকে দেখা গিয়েছে। সাদা রঙা গোল গলা টি-শার্টে বাবা-ছেলের টুইনিং। ভামিকা পরেছিল ক্রিম রঙা টিশার্ট। তবে চোখ টানল অনুষ্কা কন্যার বিনুনী করা চুল। ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে চারহাত এক হয় বিরুষ্কার। যদিও তাঁদের প্রেমের কাহিনি শুরু ২০১৩ সালে। ২০২১ সালে তাদের কন্যা ভামিকাকে স্বাগত জানান তারা। এ বছর লন্ডনে ছেলে অকায়ের জন্ম দেন অনুষ্কা। তারা তাদের সন্তানদের মুখ প্রকাশ্যে না আনার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় বহু আগেই ফাঁস হয়েছে ভামিকার ছবি, কিন্তু অনুষ্কা-বিরাটের সেই নিয়ে ঘোর আপত্তি রয়েছে।
লোকচক্ষুর আড়ালে দুই সন্তানকে বড় করে তুলতেই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বিরাট-অনুষ্কা। আপতত তাঁরা লন্ডনে পাকাপাকিভাবে বসবাস করছেন। ছেলেমেয়েদের রুটিন সম্পর্কেও খুব সচেতন অনুষ্কা। যদিও বিশ্বের নানানপ্রান্তে ট্রাভেল করতে হয় তাঁদের। কিন্তু সন্তানদের রোজনামচা সহজে ভাঙতে চান না নতুন মা। তাঁদের খাবারের সময় ফিক্সড থাকে, ঘুমানোর সময়ও নির্ধারিত রয়েছে। কঠোর নিয়ামানুবর্তিতার মধ্যেই দুই সন্তানকে বড় করতে চান অনুষ্কা।
অনুষ্কার পরবর্তী প্রোজেক্ট
আপতত ফিল্মি কেরিয়ার থেকে দূরেই রয়েছেন অনুষ্কা। অনুষ্কাকে পরবর্তী স্পোর্টস বায়োপিক ফিল্ম চাকদা এক্সপ্রেসে দেখা যাবে, যা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবন অবলম্বনে নির্মিত। কিন্তু কবে এবং কোথায় এই ছবি মুক্তি পাবে, তা নিয়ে বিস্তর ধোঁয়াশা রয়েছে। ছবি নির্মাণের প্রক্রিয়া অবশ্য শেষ।