অনেক দিন ধরে স্তন ক্যানসারে ভুগছেন হিনা খান। তবে এই মারণরোগ শরীরে নিয়েও সব সময় হাসি মুখে ধরা দিয়েছেন। নিজের জীবনের ভালো মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সব সময়। তাঁর কথায় বার বার উঠে এসেছে ইতিবাচকতার বার্তা। আর এই ভ্যালেন্টাইন'স ডে-তেও অভিনেত্রী তেমন ভাবেই তাঁর জীবনের একটি সুন্দর মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।
হিনার জন্য এই প্রেমদিবস অনেকটাই বিশেষ হয়ে উঠে ছিল এই বছর। আর তাঁর নেপথ্যের কারণ হলেন অভিনেত্রীর দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়াল। তিনি নায়িকাকে ভালোবাসার দিনে সুন্দর একটি সারপ্রাইজ দিয়েছিলেন। তবে এই দিন কেবল প্রেমদিবস ছিল না, ছিল হিনার প্রেমিক রকির জন্মদিনও। আর তার মধ্যেও রকি তাঁদের ভালবাসা উদযাপন করতে নায়িকা সুন্দর একটি উপহার দিতে ভোলেননও।
আরও পড়ুন: 'পারমানেন্টলি তোমার…', প্রেম দিবসে কাঞ্চনকে কী বার্তা কচি বউ শ্রীময়ীর?
সোশ্যাল মিডিয়ায় হিনা একটি সুন্দর ফুলের তোড়ার সঙ্গে নিজের ছবি তুলে পোস্ট করেছেন। মনছুঁয়ে যাওয়া সেই মিষ্টি ছবিটি শেয়ার করে হিনা ক্যাপশনে লেখেন, 'আমার দিনটা এভাবেই শুরু হয়েছিল। ভ্যালেন্টাইন'স ডেও হলেও এদিনই ওঁর জন্মদিন। কিন্তু নিজের জীবনের এত বিশেষ একটা দিন হওয়ার সত্ত্বেও কখনই ও আমাকে এই দিনটা বিশেষ অনুভব করাতে ভোলে না। সব সময় ওঁর এতটা ভালোবাসার জন্য এই বিশেষ দিনটা আমার কাছে আরও বিশেষ ভাবে ধরা দেয়, ও আমাকে বিশেষ অনুভব করানোর চেষ্টা করে। ও প্রায়শই বলেন, ‘তোমার সঙ্গে কাটানো প্রতিটা দিনই আমার জন্য ভ্যালেন্টাইন’স ডে'... এটা জীবনের জন্য উষ্ণতার অনুভূতি...। আমার বাড়ির জন্য, আমাকে ঠিক রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি।'
উল্লেখ্য, হিনা ইন্ডিয়াস বেস্ট ডান্সার ভার্সেস সুপার ডান্সারের মঞ্চে বলেছিলেন, ‘যে রাতে জানতে পারলাম, সেদিন আমার প্রেমিক আমার বাড়িতে ডিনার করতে এসেছিলেন। আমাদের খাওয়া শেষ হলে, তিনিই আমাকে বলেছিলেন যে আমার টেস্টের রেজাল্ট পজেটিভ। সেটা শুনে আমার গাল বেয়ে চোখের জল পড়ে ছিল। এটা শুনে আমি প্রচণ্ড আঘাত পেয়েছিলাম। প্রায় ১০ মিনিট চুপ করে বসে ছিলাম।' তবে নায়িকা এই কঠিন প্রতি মুহূর্তে তাঁর প্রেমিককে পাশে পেয়েছেন। হাসপাতালে তাঁকে দেখতে যাওয়া থেকে সব সময় রকি তাঁর পাশে ছিলেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুন মাসে হিনার ক্যানসার ধরা পড়ে। তিনি স্টেজ থ্রি স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন।