ভিকি কৌশলের নতুন ছবি 'ছাভা'র নির্মাতারা ছবি মুক্তির তারিখ ২০২৪ সালের ডিসেম্বর থেকে পিছিয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারি করেছেন। বুধবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে ছবির বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এই খবরটি সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন। আসলে আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতেই ‘ছাভা’ -এর নির্মাতারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
বুধবার সন্ধ্যায়, তরণ আদর্শ তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, 'ভিকি কৌশল, রশ্মিকা মন্দনা, অক্ষয় খান্নার ‘ছাভা’ নতুন মুক্তির তারিখ ঘোষণা করল… ছাভা আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তির পাবে। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজি মহারাজের জয়ন্তীর হওয়ায় ওই মাসেই এই ছবি মুক্তির কথা ভাবা হয়েছে। এতে ছবি মুক্তির দিনের তাৎপর্য আরও কিছুটা বেড়ে যায়।
আরও পড়ুন: 'মুফাসা'-এর জীবনের সঙ্গে একাধিক মিল শাহরুখের! ছবি মুক্তির আগেই আবেগে ভাসলেন বাদশা
প্রসঙ্গত, প্রাথমিকভাবে চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ৬ ডিসেম্বর এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেদিনই দেশ জুড়ে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২’। এই তেলুগু অ্যাকশন ড্রামার বিশাল হাইপ যে রয়েছে তা বলাই বাহুল্য। এই ছবির জন্য বহুদিন ধরে মুখিয়ে রয়েছেন দর্শকরা। তাই খুব স্বাভাবিক ভাবেই ‘পুষ্পা ২’-এর যে পাল্লা ভারী হবে তা নিয়ে সকলেই মোটামুটি একটা আন্দাজ রয়েছে। আর তার ফলস্বরূপ ‘ছাভা’ যে ব্যবসায়ীক দিক থেকে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হত, তার আশঙ্কাও যথেষ্ট ছিল। সম্ভবত সে কারণেই নির্মাতারা ছবি মুক্তির দিনটি পরিবর্তন করে, অন্য তারিখে মুক্তি দেওয়াকে নিরাপদ বলে মনে করেছেন।
আরও পড়ুন: 'আমাকে শাসন করতে পিছপা হন না…’ কেরিয়ারের শুরুতে করণের পাশে থাকা নিয়ে অকপট অনন্যা
প্রসঙ্গত, সুকুমার পরিচালিত 'পুষ্পা ২'-এ অভিনয় করেছেন আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল ও রশ্মিকা মান্দানা। আবার ‘ছাভা’ তেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রশ্মিকাকে। এই ছবি ফেব্রুয়ারিতে চলে যাওয়ার অর্থ হ'ল রশ্মিকার দুটি ছবি বক্স অফিসে সংঘর্ষের মুখে পড়বে না।
মারাঠা সম্রাট শিবাজী মহারাজের পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনীমূলক ছবি হল ‘ছাভা’। দীনেশ বিজন প্রযোজিত এবং লক্ষ্মণ উতেকার পরিচালিত এই ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এবং মুঘল সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্নাকে অভিনয় করতে দেখা যাবে। সম্ভাজির ডাকনামে এই ছবির নাম 'ছাভা' মারাঠি ভাষায় যার অর্থ 'সিংহ শাবক'। শিবাজি, মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা, অর্থাৎ সিংহ, আর তাঁর পুত্র ‘ছাভা’।