ভালোবাসা কিভাবে দ্বিগুণ করতে হয়, তা অভিনেতা কার্তিক আরিয়ানের জানা। আর তাই ভক্তদের উন্মাদনার ভিড়ে নিজেকে বিলিয়ে দিলেন কার্তিক। সম্প্রতি এই বলিউড তারকা মুম্বইয়ের গেইটি গ্যালাক্সি থিয়েটারে গিয়ে ভক্তদের সাগরে ঢুকে পড়েন। অভিনেতা তাঁর সদ্য রিলিজ ' ভুল ভুলাইয়া ৩' -এর প্রথম প্রতিক্রিয়া সামনে থেকে পরখ করতেই বিখ্যাত এই থিয়েটারে উপস্থিত হন নায়ক। আর পর্দার প্রিয় তারকাকে কাছে পেয়ে ভক্তকুলের উচ্ছ্বাস যে বাঁধ ভাঙবেই, তা বলাই বাহুল্য। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সেলফি তুলতে আগ্রহী ভক্তরা ছেঁকে ধরেছেন কার্তিককে।
হুড়মুড় করে ভক্তরা অভিনেতার খুব কাছাকাছি চলে যেতে দেখে বাধ্য হয়েই দেহরক্ষীরা কড়া হাতে পরিস্থিতি সামাল দিতে উঠে পড়ে লাগে। ভাইরাল হওয়া ক্লিপে দেখা যাচ্ছে, রক্ষীরা ভক্তদের সজোরে ধাক্কা দিয়ে কার্তিকের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কার্তিক উন্মাদনার মাঝেও নিজের মাথা ঠাণ্ডা রাখেন, এমনকী দেহরক্ষীদের কাউকে ধাক্কা না দিতে অনুরোধ করেন, ভক্তদের উদ্দেশ্যে হাত তুলে শুভেচ্ছা বিনিময় করেন। এখানেই শেষ নয়, গাড়ি নিয়ে এগিয়ে যাওয়ার সময় তিনি সকলকে সাবধান করে দেন, যাতে কেউ আঘাতপ্রাপ্ত না হয়। কার্তিকের এই সুন্দর, নম্র ব্যবহার যে আরেকবার সকলের মন জিতে নিয়েছে, তা বলাই বাহুল্য। কমেন্ট সেকশনেও ছড়িয়ে পড়েছে প্রশংসা।
ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এটি। আগের দুটো ছবিই বক্স অফিসে দারুণ ভাবে সফল হয়েছিল। এবার পালা তৃতীয় ছবিটির। আনিস বাজমি পরিচালনা করেছেন এই ছবির। মুখ্য ভূমিকায় আছেন বিদ্যা বালান, কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি প্রমুখ।
আরও পড়ুন: ('মন্দিরে গিয়ে ক্ষমা চাও, না হলে….', ফের ৫ কোটি টাকা চেয়ে সলমনকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের!)
আরও পড়ুন: (‘আমার জীবনের সবটাই খোলা খাতা…', বিয়ের সাড়ে ৮ মাসে মা হওয়া নিয়ে কটাক্ষ, পালটা শ্রীময়ী)
ভুল ভুলাইয়া ৩ এর আয়
মাত্র ৩ দিনেই বিশ্বজুড়ে বক্স অফিসে কার্তিক আরিয়ান অভিনীত ছবিটি ১৫৭ কোটি টাকা আয় করেছে। সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে মাত্র ৪ দিনে ছবিটি ১২৭ কোটি টাকা আয় করেছে ভারতে। আর ভারতের বাইরে আরও ৩.৬ মিলিয়ন অর্থাৎ ৩০ কোটি টাকা আয় করেছে। ফলে প্রথম উইকেন্ডের শেষে এই ছবিটির আয় গিয়ে দাঁড়িয়েছে ১৫৭ কোটি টাকায়। হরর-কমেডিটি উইকএন্ডে উত্তর আমেরিকার শীর্ষ ১০টি সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্রের মধ্যেও রয়েছে।