১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল মণি রত্নম পরিচালিত দিল সে। মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ খান, মনীষা কৈরালা এবং প্রীতি জিন্টা। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখেন প্রীতি। কিন্তু মুক্তির ২৬ বছর পর এক অজানা তথ্য প্রকাশ্যে আনলেন মনীষা। ANI কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানালেন গোটা ছবির ক্লাইম্যাক্স নাকি শেষ মুহূর্তে বদলে দেওয়া হয়। আসল স্ক্রিপ্টে নাকি শাহরুখের মরার কথাই ছিল না।
আরও পড়ুন: শাহরুখের কাছে ক্ষমা প্রার্থনা সালারের প্রযোজকের! কেন বললেন, 'ব্যাপারটা একদম কারও জন্যই ভালো নয়...'
দিল সে নিয়ে কী জানালেন মনীষা?
মনীষা এদিন এই ছবির বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'অভিনেত্রী হিসেবে আমি বিভিন্ন ধরনের কাজ, চরিত্র করতে চাইছিলাম। তাই মণি রত্নম যখন বললেন এই ছবিতে আমি একজন আতঙ্কবাদীর চরিত্রে অভিনয় করব, তাও চেনা ছকের বাইরে। মানে উপর দিয়ে বোঝা যাবে না এমন। সাধারণ মেয়ের মতোই চরিত্র হবে, কিন্তু তাও ওর রাগ, দুঃখ কষ্ট যা সীমা ছাড়িয়েছে সেটা দেখাবে। অভিনেত্রী হিসেবে আমার মনে হয়েছিল এটা একটা দারুণ সুযোগ নেতিবাচক চরিত্র করার। আমি এর আগে সবসময়ই ভালো ভালো চরিত্রে কাজ করেছি। কিন্তু এটা তেমন ছিল না। একটু আলাদা ছিল। আমার খুব পছন্দ হয়েছিল চরিত্রটা।'
তিনি এদিন আরও বলেন, 'আমরা আসল যে স্ক্রিপ্ট দেখে হ্যাঁ বলেছিলাম সেটা অনেক বৃহৎ ছিল। দুটো চরিত্রের প্রতি যে ভালোবাসা... কিন্তু ছবিতে দেখানো হয় ও যায় এবং মারা যায়। কিন্তু আসল ভার্সনে ছেলেটা মেয়েটাকে মরতে দেবে। আর আমরা তাতেই সবাই রাজি ছিলাম। কিন্তু শেষ মুহূর্তে সেটা বদলানো হয়।'
প্রসঙ্গত দিল সে ছবিটি বক্স অফিসে তেমন ভালো ব্যবসা না করলেও দর্শকদের থেকে দারুণ প্রশংসিত হয়েছিল। মনীষা কৈরালাকে শেষবার হীরামান্ডি সিরিজে দেখা গিয়েছিল। অন্যদিকে শাহরুখ খানকে ডাঙ্কি ছবিতে। আগামীতে কিং খান কিং ছবিতে দেখা যাবে।