যাঁরা যাঁরা ইতিমধ্যেই ভুল ভুলাইয়া ৩ দেখে ফেলেছেন তাঁরা জানেন শেষে কোন জোড়া চমক আছে। হ্যাঁ, জোড়া চমকই, একদিকে গল্পের টুইস্ট। অন্যদিকে সোনু নিগমের কন্ঠে মেরে ঢোলনা ৩.০। এবার সেই গান মুক্তি পেল ইউটিউবে। টি সিরিজের চ্যানেল গানটি আসতেই নেটিজেনদের থেকে প্রবল ভাবে প্রশংসিত হচ্ছে গানটি।
আরও পড়ুন: ৩ দিনেই বিশ্বজুড়ে ১৫০ কোটি আয় কার্তিকের ভুল ভুলাইয়া ৩ এর! এগিয়ে না পিছিয়ে আছে সিংঘম এগেন?
মেরে ঢোলনা ৩.০ প্রসঙ্গে
দর্শকদের অনুরোধেই ভুল ভুলাইয়া ৩ মুক্তি পাওয়ার চার দিনের মাথায় প্রকাশ্যে এল মেরে ঢোলনা ৩.০। সোনু নিগমের গাওয়া এই ভার্সনে রীতিমত মুগ্ধ নেটপাড়া। এই গানটিই যেন আস্ত গোটা ছবির ক্লাইম্যাক্সকে বলে দেয়। গানটা ছাড়া ক্লাইম্যাক্স যে অসম্পূর্ণ সেটা দর্শক হিসেবে বলাও যায়। আর সোমবার, ৪ নভেম্বর সেই গানই মুক্তি পেল। গানটি গেয়েছেন সোনু নিগম। লিখেছেন সমীর। কম্পোজ করেছেন আমল মালিক এবং প্রীতম।
কে কী বলছেন?
অনেকেই এই গানের কমেন্ট বক্সে এসে নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'শুনেই গায়ে কাঁটা দিয়ে উঠল। কী মারাত্মক বানিয়েছেন।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'গানটা ছাড়া সিনেমাটা অসম্পূর্ণ। শ্রেয়াকেও ছাপিয়ে গেছে এই ভার্সন।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'কেঁদে ফেললাম শুনে। সোনু নিগমের এটা দ্বিতীয় যুগ শুরু হল।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'মেরি নফরত তো ফিজা মে বহেগি... সোজা এসে যেন বুকে লাগল কথাটা। উফ!' পঞ্চম ব্যক্তি লেখেন, 'মাস্টারপিস।'
ভুল ভুলাইয়া ৩ প্রসঙ্গে
ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এটি। আগের দুটো ছবিই বক্স অফিসে দারুণ ভাবে সফল হয়েছিল। এবার পালা তৃতীয় ছবিটির। আনিস বাজমি পরিচালনা করেছেন এই ছবির। মুখ্য ভূমিকায় আছেন বিদ্যা বালান, কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি প্রমুখ।
আরও পড়ুন: 'এই সময় ভ্যান্ডালিজমের প্রয়োজন...' দ্রোহের আলো প্রতিবাদে নেমে হঠাৎ কেন এই কথা বললেন শ্রীলেখা?
ভুল ভুলাইয়া ৩ এর আয়
মাত্র ৩ দিনেই বিশ্বজুড়ে বক্স অফিসে কার্তিক আরিয়ান অভিনীত ছবিটি ১৫৭ কোটি টাকা আয় করেছে। সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে ১২৭ কোটি টাকা আয় করেছে ভারতে। আর ভারতের বাইরে আরও ৩.৬ মিলিয়ন অর্থাৎ ৩০ কোটি টাকা আয় করেছে। ফলে প্রথম উইকেন্ডের শেষে এই ছবিটির আয় গিয়ে দাঁড়িয়েছে ১৫৭ কোটি টাকায়।