ভারতীয় টিভি শো 'আপ কি আদালত'-এ দেখা যাবে পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডাকে। শুক্রবার এক্স (প্রাক্তন টুইটার) এ নিয়ে গিয়ে সঞ্চালক রজত শর্মা এই দম্পতির একটি ভিডিয়ো শেয়ার করেছেন।
পরিণীতি, রাঘব শনিবার শোয়ের অংশ হবেন
ছোট ক্লিপে, পরিণীতি তার বিয়ের গান ‘ও পিয়া’ গাইলেন। রাঘব চাড্ডাকেও দেখা গেল বউয়ের সঙ্গে গলা মেলাতে। দেখা গেল পরিণীতি যখন গান গাইছিলেন, তখন রাঘব বারবার লাজুক চোখে তাকাচ্ছিলেন বউয়ের দিকে। পরিণীতি পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এটি আমাদের জন্য সম্মানের স্যার। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। @RajatSharmaLive @raghav_chadha #AapKiAdalat।’
দম্পতির নতুন ভিডিয়োতে প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরা
এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এক ভক্ত বলেছেন, ‘এই পর্বটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না, পাওয়ার কাপল একসাথে।’ আরেকজন লিখেছেন, ‘এক্কেবারে অসাধারণ!! ঈশ্বর আপনাদের দুজনকে অনন্তকাল পর্যন্ত সুখ এবং একসঙ্গে আশীর্বাদ রাখুন।’ তৃতীয়জন লিখলেন, ‘আমি শুধু জানতে চাই, ওদের প্রেমটা কীভাবে শুরু হয়েছিল’। চতুর্থজনের মন্তব্য, ‘এরা দুজনই আমার প্রিয়’।
পরিণীতি এবং রাঘব সম্পর্কে
২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেস হোটেলে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন পরিণীতি এবং রাঘব। এতে উপস্থিত ছিলেন বিনোদন জগতের বেশ কয়েকজন পরিচিত মুখ ও রাজনীতিবিদরা।
গত মাসে বারাণসীর দশশ্বমেধ ঘাটে মা গঙ্গার আরতিতে গিয়েছিলেন পরিণীতি ও রাঘব। এই দম্পতির সঙ্গে রাঘবের মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন। রাঘব এবং পরিণীতিও গঙ্গা পূজায় অংশ নেন।
পরিণীতির আসন্ন সিনেমা সম্পর্কে
পরিণীতিকে সর্বশেষ অমর সিং চামকিলা ছবিতে দেখা গিয়েছিল, যেখানে তিনি দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে অভিনয় করেছিলেন। ছবিটি পরিচালনা করেন ইমতিয়াজ আলি। দিলজিৎ শিল্পী 'চমকিলা'র চরিত্রে অভিনয় করেছেন। অমর সিং চমকিলার স্ত্রী অমরজোত কৌরের ভূমিকায় অভিনয় করেন পরিণীতি চোপড়া।
আপাতত পরের কোনো প্রোজেক্ট ঘোষণা করেননি অভিনেত্রী। এদিকে, বছরের শুরুতে শোনা গিয়েছিল রাঘবের চোখের সমস্যার কথা। সেইসময় টানা ইংল্যান্ডে ছিলেন সাংসদ। শোনা যায়, রেটিনায় ছিদ্রের কারণে চোখে অপারেশন করাতে হয়েছিল আপ নেতা রাঘব চাড্ডার।
রাঘবের পরিবারের এক আত্মীয় সেই সময় জানিয়েছিলেন, ‘অস্ত্রোপচারের আগে কোনও গ্যারান্টি ছিল না যে সমস্যাটি সমাধান হবে। এটি একটি ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার ছিল। তবে অস্ত্রোপচার ঠিকঠাক হয়েছে এবং তিনি সুস্থ হয়ে ওঠার পথে।’ আর অভিনেত্রী সম্পর্কে জবাব ছিল, ‘কাজের ব্যস্ততা সত্ত্বেও তিনি (পরিণীতি) ক্রমাগত লন্ডন ও ভারতে যাতায়াত করছেন। বেশ কয়েকটি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের সময় তিনি সঙ্গেই ছিলেন রাঘবের।