মঙ্গলবার, ২৯ অক্টোবর ছিল টেক্কা ছবির সাকসেস পার্টি। সেখানে ইশা সাহা সহ অন্যান্য অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। আর এখানে এসেই এই ছবির প্রসঙ্গে কী বললেন অভিনেতা?
আরও পড়ুন: '১৪ প্রদীপেই মঙ্গল হবে ১৪ তলার'! সকালে শ্রীলেখার কটাক্ষের জবাবে পাল্টা পোস্ট দেবাংশুর
টেক্কার সাকসেস পার্টিতে বাংলা ছবি নিয়ে কী বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?
এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টেক্কা ছবিটির সাকসেস নিয়ে কথা বলতে গিয়ে বলেন সামগ্রিক ভাবেই মানুষের বাংলা ছবির প্রতি আগ্রহ বাড়ছে। এই বিষয়ে তিনি বলেন, 'এই বছর যে কটা বাংলা ছবি এসেছে মানুষ দেখেছে। পুজোয় বহুরূপী, টেক্কা, শাস্ত্রী মানুষ দেখেছে। বাংলা ছবির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। একটু অন্যধারার ছবিও মানুষজন দেখছে। ফলে একটা ভালো সময় যাচ্ছে এটা। পুজোর সময় আমরা ভাবি ঠাকুর দেখব, খাওয়া দাওয়া করব। তার মধ্যে মানুষ বাংলা ছবি দেখেছেন। আর তিনটেই দারুণ ছবি।'
আরও পড়ুন: স্লট দিয়েও বদলে দেওয়া হল! ৭টা নয়, ১১ তারিখ থেকে কখন দেখা যাবে উদয়-ঈশানির পরিণীতা?
দেবকে নিয়ে কী বললেন?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদিন দেবকে নিয়েও কথা বলেন। জানান তিনি টেক্কার প্রিমিয়ারেও এসেছিলেন তাও সোজা বিমানবন্দর থেকে সিনেমা হলে ঢুকেছিলেন। তাঁর কথায়, 'কাজের জায়গাটা কাজের জায়গা। কিন্তু আমি ওদের সবার কাছে দাদার মতো। ওরা আমাকে সেভাবেই ডাকে। সম্পর্ক রাখে।' তিনি এদিন আরও বলেন কেবল ইন্ডাস্ট্রির লোকজন নয়, তিনি এখন সবার বুম্বাদা হয়ে গিয়েছেন। বরং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললে নাকি অনেক সময় মানুষ চিনতে পারেন না তাঁকে।
সৃজিতের কপ ইউনিভার্সে মায়া?
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে রুক্মিণী এই প্রসঙ্গে জানান সৃজিত মুখোপাধ্যায় ভাবনা চিন্তা করছেন যে তাঁর কপ ইউনিভার্সে তিনি প্রবীর রায়চৌধুরীর সহকারী হিসেবে মায়াকে আনতে পারেন। অর্থাৎ টেক্কা দিয়ে শুরু হলেও মায়া রুক্মিণী হয়ে উঠবেন সৃজিতের কপ ইউনিভার্সের অঙ্গ? উত্তর সময় দেবে।
আরও পড়ুন: 'অ্যাকশন বললেই একটা...' পর্দায় মা কালী থেকে দুর্গা সবই হয়েছেন, কখনও কিছু অতিপ্রাকৃত অনুভব করেছেন পায়েল?