ভ্যালেন্টাইনস ডে-তে সকলকে চমকে দিলেন কাপুর পুত্র রণবীর। জন্ম নিলেন রণবীরের আরও এক সন্তান! কি চমকে উঠলেন তো? ভাবছেন আলিয়া ফের মা হয়েছেন? এসব কবেই বা হল?
আজ্ঞে নাহ, আলিয়া মা হননি, তবে রণবীর ফের বাবা হয়েছেন। তবে সন্তান মনুষ্য সন্তান নয়, আসলে নিজের একটা লাইফস্টাইল ব্র্যান্ড খুলেছেন রণবীর কাপুর। নাম রেখেছেন ARKS। ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার মুম্বইয়ের বান্দ্রায় ARKS-স্টোরের উদ্বোধনে গিয়েছিলেন তিনি।
এদিন নিজের লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনের দিন রণবীর পরেছিলেন সাদা টি-শার্ট ও বেইজ রঙের প্যান্ট। এদিন বেশ হাসিখুশিই দেখাচ্ছিল তাঁকে। খুশি হয়ে অনুরাগীদের অটোগ্রাফও বিলোলেন তিনি। পাপারাৎজির অ্যাকাউন্টে উঠে আসা একটি ভিডিয়োতে রণবীরকে নিজের স্টোরের সামনে গাড়ি থেকে নামতে দেখা যাচ্ছে। সেসময় বান্দ্রার ওই স্টোরের সামনে ভিড় জমিয়েছিলেন তাঁর অনুরাগীরা। সিঁড়িতে বসে পাপারাৎজিদের জন্য পোজ দিয়ে ছবিও তোলেন তিনি।
আরও পড়ুন-একটা সময় ছিল যখন মা বলতেন, বাড়ির কাজে মন দাও, ঘি-আচার বানাতে শেখো, তখন ভাবতাম…: কঙ্গনা
রণবীরের ARKS
রণবীরের এই লাইফস্টাইল ব্র্যান্ড মূলত পুরুষদের জন্য। এখানে মিলবে সুতির জার্সি টি-শার্ট, প্লাশ এমবসড ফ্রেঞ্চ টেরি সোয়েটশার্ট, বোনা হুডি, ডাবল পিক পোলো শার্ট, ফ্ল্যাট নিট টি-শার্ট এবং লিনেন শার্ট, অপটিক ওয়াশ সোয়েটশার্ট, ভার্সেটাইল কটন টুইল ও ডেনিম শ্যাকেট, স্টাইলিশ ডেনিম বাইকার জ্যাকেট, আল্ট্রা-লিমিটেড এডিশন উবার অত্যাধুনিক লেদার রিভার্সিবল বোম্বার জ্যাকেট সহ আরও নানান কিছু।
এছাড়াও থাকছে বটম-ওয়্যার কালেকশন, স্ট্রেইট ফিট প্যান্ট, নানান রকম কার্গো প্যান্ট, আরামদায়ক চিনো শর্টস এবং এমবসড ফ্রেঞ্চ টেরি জগার।
তবে মহিলাদের জন্য এখনে কিছুই মিলবে না এমনটাও নয়। মেয়েদের জন্য থাকছে এআরকেএস ক্রপ টপস, সুতির জার্সি টি-শার্ট, ফ্ল্যাট নিট পোলো শার্ট এবং কাফতান টপস, মোডাল জার্সি হল্টার নেক টপস, কটন টুইল শ্যাকেটস, ফ্রেঞ্চ টেরি হুডি এবং টুইল বাইকার জ্যাকেট সহ সমসাময়িক টপ-ওয়্যার। এছাড়াও রয়েছে ডেনিম জিন্স, ডেনিম শর্টস, কার্গো প্যান্ট, ফ্রেঞ্চ টেরি জগার্স এবং লিনেন ড্রস্ট্রিং প্যান্টসহ বটম-ওয়্যার অপশনের নানান কালেকশনে।
রণবীর
নিজের ব্র্যান্ড সম্পর্কে কথা বলতে গিয়ে রণবীর একটি প্রেস নোটে বলেছেন, 'এআরকেএস-(ARKS)এ, এমন পণ্য তৈরিতে যে পোশাকগুলিতে কোনও উগ্রতা নেই, অথচ সুন্দর স্টাইল স্টেটমেন্ট তৈরি করবে। এর ডিজাইন হবে খুবই ছিমছাম। যেসমস্ত ডিজাইনের পোশাক পরে আপনি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আপনি কী পরেন, আপনি কী ব্যবহার করেন এবং কীভাবে জীবনযাপন করেন তারই একটা সুন্দর ধারনা দেবে এই পোশাকগুলি।
এদিকে কাজের ক্ষেত্রে রণবীরকে খুব শীঘ্রই সঞ্জয় লীলা বানশালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে দেখা যাবে। যে ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে ভিকি কৌশল ও আলিয়া ভাটকে সঙ্গে দেখা যাবে। ২০০৭ সালে প্রথম ছবি 'সাওয়ারিয়া'র পর এই প্রথম বনশালির সঙ্গে ফের কাজ করতে চলেছেন রণবীর।