এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অন্যতম চর্চার কেন্দ্রবিন্দুতে রূপসা-সায়নদীপ। বিয়ের মাস ঘোরার আগেই বাবা-মা হওয়ার সুখবর শুনিয়েছিলেন তাঁরা। ইতিমধ্যেই এই লাভ বার্ডের ঘরে এসেছে পুত্র সন্তান। ছেলের মুখ না দেখা গেলেও বেশ কয়েকটুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রূপসা চট্টোপাধ্যায়। আর এবার বিয়ে ও মা হওয়ার পর প্রথম ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট করলেন অভিনেত্রী।
কীভাবে প্রেমদিবস উদযাপন করলেন রূপসা-সায়নদীপ?
অভিনেত্রী যে ছবিগুলি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে নিজেদের ঘরটি Happy Valentines Day লেখা বেলুন দিয়ে সাজিয়েছেন এই জুটি। আর তাঁদের বিছানায় রাখা ছিল একটি লাল রঙের বেলুন। ঘরের মধ্যে রাখা টেবিলে হালকা আলো জ্বালিয়ে স্পেশাল 'ডিনার ডেট'-এর আয়োজন করেন তাঁরা। বরের সঙ্গে বেশ কয়েকটি 'লাভি-ডাভি' ছবিও তোলেন অভিনেত্রী। কিন্তু এই তারকা জুটি যখন প্রেমদিবস উদযাপন করছিলেন, তখন কোথায় ছিল তাঁদের আদরের ছেলে?
রূপসার পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, তাঁদের ঘরে রাখা রয়েছে লাল রঙের একটা দোলনা। খুব সম্ভবত সেসময় সেখানেই নিশ্চিন্তে ঘুমোচ্ছিল রূপসা-সায়নদীপ পুত্র। ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের মতো করে ভালোবাসা দিবস উদযাপন। রূপসায়নের ২ বছর।’
আরও পড়ুন-আলিয়া মা হননি! তবে ভ্যালেন্টাইনস ডে-তে আরও এক সন্তানের বাবা হলেন রণবীর কাপুর?
তবে শুধু ভ্যালেন্টাইনস ডে নয়, দুদিন আগেই আইনি বিয়ের বার্ষিকীও উদযাপন করেছিলেন রূপসা-সায়নদীপ। কেক কেটে সেই সেলিব্রেশনের ছবিও পোস্ট করেন তাঁরা।
প্রসঙ্গত, গত বছর (২০২৪) অক্টোবর মাসে ধুমধাম করে সামাজিক বিয়ে সেরেছিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার। আইনি বিয়েটা অবশ্য এক বছর আগেই সেরে ফেলেছিলেন দুজনে। সামাজিক বিয়ের মাস ঘুরতেই সুখবর ভাগ করে নেন দুজনে। গত নভেম্বরে মাতৃত্বের খবর সামনে এনে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন রূপসা। সেই নিয়ে কম কটাক্ষেরও শিকার হতে হয়নি তাঁকে। এরপর পুত্র-সন্তান হওয়ার আকাঙ্খা প্রকাশ করাতেও ট্রোলড হন রূপসা-সায়ন ও তাঁদের পরিবার।
এরপর জানুয়ারি মাসের শেষদিনে মা-বাবা হওয়ার সুখবর শোনান এই চর্চিত জুটি। রূপসা-সায়ন। অভিনেত্রী হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, ‘গত ২৬শে জানুয়ারি আমি সন্তানের জন্ম দিয়েছি। এখন বাড়ি ফিরে এসেছি। আমরা দুজনেই পুরোপুরি সুস্থ। সকলে আর্শীবাদ করবেন’।