বারবার প্রেমে পড়েছেন, প্রেম ভেঙেছে। পরিণতি পায়নি সম্পর্ক। এমনকী বিয়ের তারিখ পাকা থাকা সত্ত্বেও অকৃতদার তকমা ঘোচেনি ভাইজানের। আজও বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলার’ লিস্ট থেকে নাম কাটা যায়নি সেলিম খান ও সলমা খান পুত্রের। যদিও ৫৯-এ দাঁড়িয়েও বাবা হওয়ার আশা ছাড়েননি সুপারস্টার। সম্প্রতি ভাইপো আরহানের পডকাস্টে বলেছেন, ‘এখনও (আমার বাবা হওয়ার) সময় আছে। খানিক বেশিই সময় আছে।’ আরও পড়ুন-৯ বছরের সহবাস সম্পর্ক টেকেনি! জন-বিপাশার ব্রেকআপে ফ্যাঁসাদে পড়েন বিবেক, কেন?
বর্তমানে ইউলিয়া ভান্তুরের সঙ্গে সলমনের ঘনিষ্ঠতা চর্চায় থাকলেও দুজনে সম্পর্কে আছেন কিনা তা স্পষ্ট নয়। তবে এই ভালোবাসা দিবসটা, সুপারস্টার কিন্তু একা নয়, কাটালেন কাছের মানুষদের সঙ্গেই। বিশেষ কারও সঙ্গে দিন কাটানোর পরিবর্তে, সলমন তাঁর প্রেমময় পরিবারের সঙ্গে উদযাপন করলেন ভ্যালেন্টাইন্স ডে। যা দেখে স্পষ্ট ভাইজান আসলে ‘পুরোদস্তুর ফ্যামিলিম্যান’।
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে সলমন খান তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি মিষ্টি পারিবারিক ছবি শেয়ার করেছেন। একটি কৌতুকপূর্ণ টুইস্টে, সলমন ভক্তদের একটি অনন্য শুভেচ্ছাও জানিয়েছেন, পোস্টের ক্যাপশনে লেখা ‘শুভ পরিবার দিবস’। অর্থাৎ সলমনের কাছে প্রেম দিবস মানে হল পরিবার দিবস।
সলমনের নব্বই ছুঁইছুঁই বাবা সেলিম খান, দুই মা সলমা খান ও হেলেন, স্বামী-সন্তান-সহ দুই বোন অলভিরা ও অর্পিতা খান এবং ভাই সোহেল খান, আরবাজ-সুরাকে একফ্রেমে পাওয়া গেল। পরিবারের নতুন প্রজন্মও এদিন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নয়, বরং কাকা-জ্যাঠার সঙ্গেই সময় কাটালো।
ছবিটি শেয়ার করে তিনি লেখেন, ‘অগ্নিহোত্রিয়ান, শারমানিয়ান এবং খানেনিয়ানরা আপনাদের সকলকে একটি শুভ পরিবার দিবসের শুভেচ্ছা জানাচ্ছে।’ পোস্টটি শেয়ার করার সাথে সাথে ভক্তরা ভালবাসায় ভরিয়ে দিয়েছে।
সলমনের পরবর্তী প্রজেক্ট
সলমন আপতত তাঁর পরবর্তী সিনেমা সিকান্দার নিয়ে ব্যস্ত। ২০২৫ সালের ইদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'সিকান্দার'। এটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস, যিনি গজনি, থুপ্পাক্কি, হলিডে: আ সোলজার ইজ নেভার অফ ডিউটি এবং সরকারের মতো তামিল ও হিন্দি চলচ্চিত্র পরিচালনার জন্য সর্বাধিক পরিচিত। ছবিতে আরও অভিনয় করেছেন কাজল আগরওয়াল ও রশ্মিকা মান্দানা। এই প্রজেক্টে সালমানকে নতুন লুকে দেখা যাবে। ছবিটি সাজিদ নাদিয়াদওয়ালার ব্যানার নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট দ্বারা সমর্থিত। অভিনেতাকে সর্বশেষ ক্যাটরিনা কাইফের বিপরীতে টাইগার থ্রি ছবিতে দেখা গেছে। সিকান্দার ছাড়াও সলমনের হাতে রয়েছে কিক ২।