ভারতীয় রেলওয়ে ভারতের লাইফলাইন। কিন্তু মাঝে মধ্যেই রেলওয়ে পরিষেবা নিয়ে বিতর্ক বাঁধে সোশ্যাল মিডিয়ায়। কখনও খাবারে আরশোলা, কখনও বা এসি থেকে জল পড়া, অভিযোগের শেষই হয় না। এবার আবার এক বিদেশিনীর তরফে অভিযোগ এসেছে। যার দরুণ নতুন করে সোশ্যাল মিডিয়ায় দানা বেঁধেছে বিতর্ক।
সম্প্রতি, ইরিনা মোরেনো নামে এক বিদেশি ভ্রমণকারীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োতে ট্রেনের টয়লেটের অবস্থা দেখানো হয়েছে। তিনি উদয়পুর সিটি - জয়পুর ইন্টারসিটি এক্সপ্রেস, ট্রেন নম্বর ১২৯৯১-এ ভ্রমণ করার সময় এই ভিডিয়ো রেকর্ড করেছিলেন। এই দুরবস্থা ছিল ভারতীয় ট্রেনের সেকেন্ড ক্লাসের ওয়েস্টার্ন টয়লেটে। পোস্টে, এমনটাই জানিয়েছেন ইরিনা।
আরও পড়ুন: (Sadhak Ramprasad Sen: মায়ের গলা জড়িয়ে ইহলোক ছাড়েন সাধক রামপ্রসাদ! গান শুনতে এসেছিলেন এই দেবীও)
মিসেস মোরেনো কয়েকদিন আগে ভিডিয়োটি শেয়ার করেছিলেন। তারপর থেকে এটি ৫২,০০০ এরও বেশি লাইক এবং ৫.৮ মিলিয়ন ভিউ পেয়েছে। পোস্টটি বেশ কিছু প্রতিক্রিয়াও সংগ্রহ করেছে।
নেটিজেনরা কে কী বলছেন
একজন ব্যবহারকারী লিখেছেন, 'আপনি সেকেন্ড ক্লাসে ভ্রমণ করছেন। এটি ভারতীয় রেলের সবচেয়ে সস্তা পরিষেবার মধ্যে অন্যতম। আপনার যদি আরও ভালো পরিষেবার প্রয়োজন হয়, তবে আপনাকে আসল ছবি ক্যাপচার করার জন্য ফার্স্ট ক্লাস শ্রেণীতে ভ্রমণ করার পরামর্শ দিতে চাই।' অন্য একজন মন্তব্য করেছেন, 'বড় দেশগুলিতে অন্বেষণ করার অনেক দিক রয়েছে। বাজেট-সচেতন ভ্রমণের জন্য সতর্ক প্ল্যানিং প্রয়োজন। আপনি এই ট্রেনটিকে টাকা খরচ কম হওয়ার জন্য বেছে নিয়েছেন। বন্দে ভারত এবং মেট্রো ট্রেনের মতো অপশানও তো উপলব্ধ ছিল। সেখানে গেলে আর এমন বলতে পারতেন না।'
আরও একজন ভারতীয়ের স্পষ্ট দাবি, এই সেকেন্ড ক্লাসের টিকিট দাম মাত্র ১০০-১২০ টাকা। যা প্রায় ২ মার্কিন ডলারের সমান, উদয়পুর থেকে জয়পুর পর্যন্ত যাত্রার জন্য, আপনি সেই দামে একটি পিজা টপিংও পাবেন না। এমনকি ভারতীয় মধ্যবিত্তরাও ভ্রমণ এড়িয়ে যান এই ক্লাসে। তাই আপনার বাজেট বাড়ান। আরও একজন এই ব্যক্তির সঙ্গে সহমত হয়ে বললেন, পরের বার ভাল বাজেট নিয়ে ভারতে আসুন, যাতে আপনি বন্দে ভারত-এর মতো আরও ভাল ট্রেনে ভ্রমণ করতে পারেন।
আরও পড়ুন: (Pannalal Bhattacharjee Death: ভয়ঙ্কর পথ বেছে নেন ৩৬ বছর বয়সেই! গায়কের খ্যাতি পেয়েও দুঃখে ছিলেন পান্নালাল)
ভাইরাল ভিডিয়োটি দেখুন এখানে
আগের ভিডিয়োতে ভারতীয়রা বারবার ইরিনাকে ফার্স্ট ক্লাসে ভ্রমণ করতে বলছিলেন। তাই সেই পরামর্শ মেনে একদিন ফার্স্ট ক্লাসেও ট্রাভেল করেন তিনি। সেই ভিডিয়ো পোস্টও করে।
ভাইরাল ভিডিয়ো
যদিও, ইরিনার ভিডিয়ো অনুসারে, ফার্স্ট ক্লাসের অবস্থাও এমন কিছু ভালো ছিল না। এবার কমেন্ট খুলতেই চোখে পড়ল এক মজাদার কমেন্ট। একজন লিখেছেন, 'আপনি ট্রেনে ট্রাভেল করেন নাকি টয়লেটে?'