পাঁচ রাজ্যে ভোটে ‘তারকা’ প্রচার তালিকায় ছিলেন। নির্বাচনের সপ্তাহখানেক আগেই কংগ্রেস সেই ‘তারা’ খসে পড়ল। বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরপিএন সিং। যোগদানের পর বললেন, ‘বেটার লেট দ্যান নেভার’।
মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আক্ষেপ করেন, ৩২ বছর ধরে তিনি যে কংগ্রেসে ছিলেন, তা এখন আর এক নেই। যিনি ঝাড়খণ্ডে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন। প্রাক্তন কেন্দ্রীয মন্ত্রী বলেন, ‘আমি যে দলে শুরু করেছিলাম, সেই দল আর নেই। মতাদর্শও এক নেই।’ সঙ্গে দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে স্বপ্নপূরণের জন্য সাধারণ কর্মী হিসেবে বিজেপিতে কাজ করে যাবেন। তাঁর কথায়, ‘পুরনো সভ্যতাকে একবিংশ শতাব্দীর সঙ্গে মিশিয়ে দিয়ে প্রধানমন্ত্রী যে কাজ করেছেন, তার প্রশংসা করছে পুরো দেশ।’
যদিও আরপিএনকে আক্রমণ করতে ছাড়েনি কংগ্রেস। শতাব্দী-প্রাচীন দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে অধুনা বিজেপি নেতা আরপিএনকে ভীতু বলে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়ার জন্য আপনাকে সাহসী হতে হবে। একমাত্র সাহস দিয়েই এই যুদ্ধ জয় করা সম্ভব। কারণ এই যুদ্ধ একটি দমনমূলক সরকারের বিরুদ্ধে, তার এজেন্সির বিরুদ্ধে, পুঁজিবাদের বিরুদ্ধে এবং আর সবরকম অভিযোগের বিরুদ্ধে। একমাত্র ভীতুরাই সম্পূর্ণ বিপরীত মতবাদে বিশ্বাসী কোনও দলে এভাবে লাফ দিতে পারেন।’