ঘুষ কাণ্ডের জেরে বিতর্কের মধ্যেই আবেগঘন বক্তৃতা করলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। জানালেন, কীভাবে তিনি তাঁর সাফল্যের প্রথম সিঁড়ি নির্মাণ করেছিলেন। যার মাধ্যমে স্থির হয়ে গিয়েছিল, আদতে 'তিনি তিনি কী বা কে হতে চলেছেন'!
শনিবার সন্ধেয় রাজস্থানের জয়পুরে ৫১তম ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি অ্যাওয়ার্ডস-এর আসর বসেছিল। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে নিজের জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা সকলের সঙ্গে ভাগ করে নেন আদানি।
গৌতম আদানি বলেন, তিনি বর্তমানে একজন শিল্পপতি হতে পেরেছেন। তবে, তাঁর জন্য সেই পেশার দরজা প্রথম খুলে দিয়েছিল হীরের ব্যবসা।
আদানি বলেন, 'সেটা ছিল ১৯৭৮ সাল। আমি স্কুল ছেড়ে দিলাম। তারপর আহমেদাবাদে আমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। আমার কাছে একটা ওয়ান ওয়ে টিকিট ছিল - মুম্বইয়ের। আমি কী করব জানতাম না। কিন্তু, একটা বিষয়ে আমার ধারণা একেবারে স্পষ্ট ছিল। আমি জানতাম, আমি শিল্পোদ্যোগী হব। আমি বিশ্বাস করি, মুম্বই হল সেই সম্ভাবনাময় শহর, যে শহর আমাকে প্রথমবার সেই সুযোগ করে দিয়েছিল।'
গৌতম আদানি দাবি করেন, জীবনে প্রথম যে 'ডিল'টি তিনি সফলভাবে শেষ করতে পেরেছিলেন, তার জন্য তাঁকে ১০ হাজার টাকা কমিশন দেওয়া হয়েছিল। প্রথম পাওয়া সেই রোজগারের আনন্দ যে অপরিসীম ছিল, সেকথাও সকলের সঙ্গে অনুষ্ঠান মঞ্চ থেকে ভাগ করে নেন গৌতম।
তিনি আরও বলেন, 'আমি আমার জীবনে প্রথম সুযোগ পেয়েছিলাম মহেন্দ্র ব্রাদার্সে। হীরে কীভাবে বাছাই করতে হয়, সেই দক্ষতা আমি সেখান থেকে অর্জন করেছিলাম। এমনকী, আজও যখনই আমার সেই প্রথম ডিল আর কমিশন পাওয়ার কথা মনে করি, আমি খুব আনন্দ পাই। একজন জাপানি ক্রেতা ওই হীরে কিনেছিলেন এবং আমি ১০ হাজার টাকা কমিশন পেয়েছিলাম। আমি যে আমার ভাবী জীবনে একজন উদ্যোপতি হতে চলেছি, সেটা সেই সেদিনই নিশ্চিত হয়ে গিয়েছিল।'
গৌতম আদানি আরও দাবি করেন, ব্যবসা চালাতে গিয়ে জীবনে অনেক 'অমূল্য শিক্ষা' লাভ করেছেন তিনি। তাঁর কথায়, '...ব্যবসা একজন মহান শিক্ষককে গঠন করতে পারে। কিশোর বয়সেই আমি বুঝে গিয়েছিলাম, ব্যবসায় কোনও সুরক্ষা কবচ থাকে না। বরং, এটা হল সেই ক্ষেত্র যেখানে আপনাকে অবশ্যই কোনও সুরক্ষা কবচ ছাড়া ঝাঁপিয়ে পড়তে হবে।...'
'...আপনাকে শিখতে হবে, ঠিক কখন আপনাকে লাফিয়ে পড়তে হবে এবং আপনাকে অবশ্যই নিজের ডানার উপর ভরসা রাখতে হবে। এটা এমন একটা ক্ষেত্র, যেখানে ইতস্তত করলেই তা জয় এবং পরাজয়ের মধ্যেকার ফারাকে পরিণত হয়। প্রত্যেকটি সিদ্ধান্তই এখানে একটা পরীক্ষা। এই পরীক্ষায় শুধুমাত্র বাজার আপনার প্রতিদ্বন্দ্বী নয়, আপনার নিজের ক্ষমতাও আপনার অন্যতম প্রতিদ্বন্দ্বী'!