শিয়রে ২০২৫ সালের দিল্লি বিধানসভা ভোট। তার আগে আপ শাসিত দিল্লি সরকারের তরফে বড় ঘোষণা করলেন আপের প্রধান কেজরিওয়াল। তিনি জানান, যদি সরকারে আসেন, তাহলে দিল্লি সরকারের মহিলা সম্মান যোজনার আওতায় মহিলাদের প্রতি মাসে ২১০০ টাকা করে দেবে সরকার। উল্লেখ্য, এর আগে তিনি জানান, অতিশী মারলেনার নেতৃত্বাধীন সরকার বর্তমানে দিল্লির মহিলাদের জন্য প্রতি মাসে ১০০০ টাকা প্রদানের স্কিমে মান্যতা দিয়েছে। তবে সামনে আর কয়েকদিনের মধ্যেই যেহেতু ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে, তাই এখনই প্রকল্প থেকে প্রাপ্তির টাকা অ্যাকাউন্টে এখনই ঘোষণা করা সম্ভব হবে না। তবে ২,১০০ টাকা (মাসে) দেওয়ার যে স্কিমের কথা বলা হয়েছে, তার রেজিস্ট্রেশন আগামিকাল থেকেই শুরু হবে।
কেজরিওয়াল বলেন,' ভোটের দিনক্ষণ আর ১০ থেকে ১৫ দিনের মধ্যেই ঘোষণা হবে। ফলে টাকা ট্রান্সফার করা এখন সম্ভব হবে না।' উল্লেখ্য, দিল্লিতে এই পরিকল্পনার কথা প্রথম ২০২৪-২৫ সালের বাজেটে প্রস্তাবিত ছিল। আর সেই প্রসঙ্গ উল্লেখ করে কেজরিওয়াল এদিন বলেন,' আজ আমি দিল্লির মানুষের জন্য বড় একটি ঘোষণা করতে এসেছি। আমি কথা দিয়েছিলাম যে প্রতিটি মহিলাকে (দিল্লিতে) ১০০০ টাকা দেব। এই প্রস্তাব অতিশীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে। এই স্কিম দিল্লিতে লাগু হয়েছে। ভোটের ঘোষণা আর ১০ থেকে ১৫ দিনের মধ্যে হবে। ফলে টাকা ট্রান্সফার এখনই সম্ভব নয়।' তিনি সাফ জানান, ‘কিছু মহিলা জানিয়েছেন যা মুদ্রাস্ফীতি তাতে ১০০০ টাকা প্রতি মাসে যথেষ্ট নয়। তাই কাল থেকে রেজিস্ট্রেশন শুরু হবে ২,১০০ টাকার হিসাব (প্রতি মাসে) ধরে।’
কেজরিওয়াল বলেন,' যেখানে নারীদের পূজা করা হয় এবং ভোগ করা হয়, সেখানে দেবতা আছে। মহিলারা আমাদের দেশের ভবিষ্যত গড়ে তোলে এবং আমরা তাঁদের কাজে তাঁদের সমর্থন করাকে আমাদের বিশেষাধিকার বলে মনে করি।' প্রসঙ্গত, এর আগে, ঝাড়খণ্ড ভোটের সময় ‘মাইয়া সম্মান’ একটি বড় ইস্যু ছিল। এর বহু আগে, বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ব্যাপক সাড়া পায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সদ্য হওয়া বাজেটে মমতা সরকার স্কমিকের টাকার অঙ্ক বাড়িয়েছে। স্কিমে সাধারণ মহিলার জন্য মাসে ১০০০ টাকা এবং তফসিলি জাতি, উপজাতির মহিলাদের জন্য ১২০০ টাকা করা হয়েছে। এবার কেজরিওয়ালের ডাক দিল্লির মহিলাদের জন্য ওই স্কিমে মাসে ২১০০ টাকা দেওয়ার।