আর জোট নয়। জানিয়ে দিলেন আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।
আম আদমি পার্টির (এএপি) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন যে তার দল ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে জোট করবে না।
রবিবার নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেন, 'দিল্লিতে কোনও জোট হবে না।
উভয় দলই বিরোধী ইন্ডিয়া ব্লকের অংশ হওয়া এবং এই বছরের শুরুতে দিল্লিতে লোকসভা নির্বাচনে একসাথে প্রতিদ্বন্দ্বিতা করা সত্ত্বেও কেজরিওয়ালের এই বিবৃতি এসেছে। তবে তাদের যৌথ প্রচেষ্টা কোনও ফল দেয়নি, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দিল্লির সমস্ত লোকসভা আসন জিতেছে।
অক্টোবরে হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে আপ এবং কংগ্রেসও জোট গঠনের চেষ্টা করেছিল কিন্তু একাধিক দফা আলোচনা সত্ত্বেও আসন সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছিল।
দিল্লি বিধানসভা নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের পথ পরিষ্কার হওয়ায় আপ, কংগ্রেস ও বিজেপি ক্ষমতায় আসার লড়াইয়ে নেমেছে এই ঘটনা।
এদিকে দিল্লির মালব্য নগরে পদযাত্রা চলাকালীন কেজরিওয়ালের গায়ে তরল পদার্থ ছুড়ে মারা হয়েছিল বলে অভিযোগ। আর সেই ঘটনার একদিন পরেই এই মন্তব্য করলেন কেজরিওয়াল। আম আদমি পার্টির দাবি, 'হামলাকারী' দলীয় প্রধানের গায়ে আগুন ধরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু পুলিশ বলছে, কেজরিওয়ালের দিকে জল ছোঁড়া হয়েছে।
পুলিশ আরও বলছে, তাদের অনুমতি ছাড়াই এই প্রকাশ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অভিযুক্ত গেরুয়া শিবিরের কর্মী বলে মুখ্যমন্ত্রী অতিশির অভিযোগ দৃঢ়ভাবে খণ্ডন করেছে বিজেপি।
এই ঘটনার জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের তীব্র নিন্দা জানিয়ে আম আদমি পার্টি বলেছে, গত ৩৫ দিনে কেজরিওয়ালের উপর এটি তৃতীয় 'হামলা'।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত অশোক ঝা দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের খানপুর ডিপোর বাস মার্শাল।
দিল্লিতে ত্রিমুখী লড়াই?
২০২৫ সালের ফেব্রুয়ারিতে দিল্লি নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০২০ সালের দুর্দান্ত জয়ের পরে আপ টানা তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করছে, যেখানে তারা ৭০ টি আসনের মধ্যে ৬২ টি আসন পেয়েছে।
অন্যদিকে বিজেপির লক্ষ্য ২৫ বছর পর দিল্লিতে প্রত্যাবর্তন।
এদিকে গোটা দেশের নজর এবার দিল্লির দিকে। সেখানে শেষ পর্যন্ত বিজেপি ফিরতে পারে কি না সেটাই দেখার। এদিকে আপও তাদের মতো করে মাটি কামড়ে লড়াই করছে। কীভাবে বিজেপিকে পরাস্ত করা যায় সেটা নিয়ে রীতিমতো ঘর গোছাতে শুরু করেছে আপ। অন্য়দিকে বিজেপিও তাদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে।