হাসপাতালে আবারও সামনে এল অমানবিক দৃশ্য। এক গর্ভবতী মহিলাকে তার মৃত স্বামীর রক্তমাখা বিছানা জোর করে পরিষ্কার করানোর অভিযোগ উঠল একটি স্বাস্থ্য কেন্দ্রে। এমনই অমানবিক ঘটনা ঘটল মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলার একটি স্বাস্থ্য কেন্দ্রে। জানা গিয়েছে, ওই মহিলা পাঁচ মাসের গর্ভবতী। এই সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পরে যায় মধ্যপ্রদেশ সহ গোটা দেশে। ইতিমধ্যেই বিষয়টি সামনে আসার পর কঠোর পদক্ষেপ করেছে মধ্যপ্রদেশের স্বাস্থ্য বিভাগ। এই ঘটনার জন্য একজন চিকিৎসক এবং দুজন নার্সের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: AIIMS-এ স্থানীয়দের নিয়োগ চাই, দাবিতে MP জগন্নাথকে ঘিরে বিক্ষোভ BJP সমর্থকদেরই
জানা গিয়েছে, মহিলার স্বাস্থ্য কেন্দ্রের বেড পরিষ্কার করার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে শুক্রবার। জেলার গারদাসারি স্বাস্থ্য কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। সেটি ভাইরাল হওয়ার পরেই রাজ্য সরকার গারদাসারি স্বাস্থ্য কেন্দ্র প্রশাসনকে শোকজ করে। জানা গিয়েছে, ওই মহিলার নাম রোশনি মারাউই। স্বাস্থ্য কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, যে তিনি তার স্বামীর রক্ত ভেজা কাপড় প্রমাণ হিসেবে সংগ্রহ করে রাখতে চেয়েছিলেন তাকে বেড পরিষ্কার করতে বলা হয়নি।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল শুক্রবার।জমি সংক্রান্ত একটি বিবাদের জেরে এর আগের দিন ২৫ জনের একটি দল রোশনির স্বামীর ওপর হামলা চালায়। বৃহস্পতিবার রোশনির স্বামী শিবরাজ, দেওর রঘুরাজ মারাউই এবং শ্বশুর ধরম সিং মারাউই লালপুর সানি গ্রামে তাদের ধান কাটার প্রতিবাদ করতে মাঠে গিয়েছিলেন। সেই সময় তাদের ওপর মারাত্মক হামলা চালানো হয় বলে অভিযোগ। জানা যায়, ওই জমিটি নিয়ে মামলা চলছিল। বাড়ি থেকে ৩০০ মিটার দূরে অবস্থিত ওই জমিটি ২০১৮ সালে আদালতের রায়ে রোশনিদের পরিবারকে দেওয়া হয়েছিল। সেই হামলার জেরে গুরুতর আহত হয়েছিলেন শিবরাজ। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ চারজন হামলাকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। তাদের নাম হল ঘনশ্যাম মারাউই, কানওয়াল সিং মারাউই, পতিরাম মারাউই এবং কার্তিক মারাউই তারা সকলেই শিবরাজের আত্মীয়। বাকি তিন সন্দেহভাজন পলাতক রয়েছে।
এদিকে, এই ঘটনার পর শিবরাজকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে তার মৃত্যু হয়। তখনই স্বাস্থ্য কেন্দ্রের রক্ত ভেজা বেড জোর করে মহিলাকে দিয়ে পরিষ্কার করানো হয় বলে অভিযোগ।
সেই বিষয়টি সামনে আসতেই স্বাস্থ্য কেন্দ্রকে শোকজ করেন সিএমএইচও। তিনি বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে যে মৃতের স্ত্রীকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিছানা পরিষ্কার করতে বলা হয়েছিল। সব স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে হাসপাতাল পরিষ্কারের ব্যবস্থা করা সত্ত্বেও এটি দুর্ভাগ্যজনক যে মৃতের স্ত্রীকে।দিয়ে হাসপাতালের বিছানা পরিষ্কার করা হয়েছিল। শনিবার চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার (ডিন্ডোরি) এই ঘটনার জন্য এক চিকিৎসককে বদলি এবং দুই নার্সকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন।