বৃহস্পতিবার নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনের আগের বছর উত্তরপ্রদেশের বারাণসীকে উপহার দিলেন ১৫৮৩ কোটি টাকার প্রকল্প। প্রধানমন্ত্রী মোদী দাবি করলেন এই প্রকল্পগুলি কাশীবাসীর জীবন যাপন আরও সহজকরে তুলবে।
এদিন আআইটি-বিএইচইউ-র মাঠে মোদী বলেন, 'বহুদিন পর ফের সরাসরি আপনাদের সঙ্গে এসে দেখা করার সময় পেলাম। আমি বাবা কাশী বিশ্বনাথ এবং মা অন্নপূর্ণার সামনে আমার মাথা নত করছি।' এগিন তিনি আরও বলেন, 'বারাণসীতে যা হচ্ছে সব মহাদেবের আশীর্বাদে হচ্ছে। কাশী কখনও ক্লান্ত হয় না। সংকটের সময় কখনও কাশী থামে না। কাশী জেদ এবং সাহসের সঙ্গে কোভিড মোকাবিলা করেছে।'
এদিকে এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কোভিড মোকাবিলা নিয়ে ক্লিনচিট দিলেন। এদিন যোগীর প্রশংসা করে মোদী বলেন, 'উত্তরপ্রদেশ যেভাবে করোনার দ্বিতীয় ঢেউ সামলেছে, সেরম আর কেউ করতে পারেনি। উত্তরপ্রদেশ শক্তি নিয়ে দাঁড়িয়ে থেকে করোনার মোকাবিলা করে। উত্তরপ্রদেশ দেশের সব থেকে জনপহুল রাজ্য। করোনা মোকাবিলায় উত্তরপ্রদেশের প্রচেষ্টা প্রশংসা পাওয়ার যোগ্য।'
উল্লেখ্য, ২০২২ সালে উত্তরপ্রদেশে নির্বাচন। সেই দিকে নজর দিয়েই মোদীর এই সফর বলে মনে করছেন অনেকে। প্রধানমন্ত্রী যোগী সরকারের প্রশংসা করে বলেন, 'এমন নয় যে ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশের জন্য কোনও পরিকল্পনা ছিল না। টাকা পাঠানো হয়নি তাও নয়। তবে লখনউতে এসে তা আটকে যেত। আজ যোগী নিজে পরিশ্রম করছেন। তাই এসব সম্ভব হচ্ছে।' পাশাপাশি মোদী বলেন, উত্তরপ্রদেশে মাফিয়ারাজ ও সন্ত্রাসবাদ একটি সময় অনিয়ন্ত্রিত হয়ে উঠছিল। এখন সমস্ত কিছুই আইনের আওতায় রয়েছে। মা-বোন-মেয়েদের সুরক্ষা নিয়ে সর্বদা যেভাবে ভয় ও আশঙ্কা থাকত এখন সে পরিস্থিতিও বদলেছে।