Donations received by national parties: বছরে ৭২০ কোটি টাকার অনুদান পেল BJP, বাকি ৪ দলের মিলিত অর্থের থেকে ৫ গুণ বেশি!
Updated: 15 Feb 2024, 12:57 PM ISTএক বছরে বাকি চারটি জাতীয় দল মোট যে পরিমাণ অনুদান পেয়েছে, সেটার পাঁচগুণের বেশি টাকা পেয়েছে বিজেপি। এমনই উঠে এল একটি রিপোর্টে। ওই রিপোর্ট অনুযায়ী, কংগ্রেস, আম আদমি পার্টি (আপ), সিপিআইএমের মতো দলের যেখানে অনুদান থেকে প্রাপ্ত অর্থ কমেছে, সেখানে বেড়েছে বিজেপির।
পরবর্তী ফটো গ্যালারি