Rain and Winter Forecast in WB: মঙ্গলে ১১ জেলায় বৃষ্টি, কবে কোথায় কোথায় কত ঘন কুয়াশা পড়বে? তাপমাত্রা কমবে আরও?
Updated: 05 Nov 2024, 03:08 AM ISTমঙ্গলবার পশ্চিমবঙ্গের ১১টি জেলায় বৃষ্টি হবে। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। সেইসঙ্গে সকালের দিকে কুয়াশাও পড়বে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে? তাপমাত্রা কি কমবে আরও? তা দেখে নিন।
পরবর্তী ফটো গ্যালারি