WB Rain and Storm Latest Alert on 16th March: বাংলার আকাশে শনির দশা, বোঝার আগেই শুরু হবে ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা
Updated: 15 Mar 2024, 10:07 AM ISTচৈত্রমাসের আগেই বাংলার আকাশে 'কালবৈশাখীর কালো মেঘ'। দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এরই মাঝে আবার অস্বস্তি গরম বজায় থাকবে বলেও জানানো হয়েছে। এদিকে বৃষ্টিও দীর্ঘস্থায়ী হবে না। বিক্ষিপ্ত ভাবে হবে বর্ষণ। এই আবহে জানুন আবহাওয়ার পূর্বাভাস।
পরবর্তী ফটো গ্যালারি